ফরিদপুরে ছড়া ও কবিতার বইয়ের মোড়ক উন্মোচন
Published: 8th, February 2025 GMT
প্রয়াত শিশুসংগঠক ও মানবাধিকার কর্মী পারভীন আক্তার খান মেরীর লেখা দুটি বই প্রকাশ করেছে খেলাঘর ফরিদপুর আসর।
শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ‘জীবনের বাঁকে বাঁকে’ ও ‘ব্যাঙের মেয়ের বিয়ে’ নামের বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ।
বই দুটির প্রকাশনা উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক ম.
লেখক পারভীন আক্তার খান মেরীর লেখা ছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করেন স্থানীয় শিল্পী ও খেলাঘরের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, লেখিকা তার জীবদ্দশায় বই দুটি প্রকাশ করে যেতে না পারলেও বইগুলো পাঠকের হাতে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তার লেখা ছড়া ও কবিতার বইয়ের পাশাপাশি আমাদের এই ভাষার মাসে সাহিত্যের বিভিন্ন ধারার সমৃদ্ধ গ্রন্থ পাঠ করার দিকে মনোযোগী হতে হবে। একজন লেখকের জীবনদর্শন ও উপলব্ধি ফুটে ওঠে তার সৃষ্টি লেখনীতে। বিশেষ করে নতুন প্রজন্মকে তাদের সমৃদ্ধ মনন ও উন্নত বোধ তৈরিতে বেশি করে বই পড়ার দিকে ঝুঁকতে হবে। এ প্রজন্মকে বইমুখী করার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
উৎস: Samakal
কীওয়ার্ড: বই
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন