প্রয়াত শিশুসংগঠক ও মানবাধিকার কর্মী পারভীন আক্তার খান মেরীর লেখা দুটি বই প্রকাশ করেছে খেলাঘর ফরিদপুর আসর।

শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ‘জীবনের বাঁকে বাঁকে’ ও ‘ব্যাঙের মেয়ের বিয়ে’ নামের বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ।

বই দুটির প্রকাশনা উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক ম.

হালিম, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ রায় কর্মকার, অধ্যাপক রেজভী জামান, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহম্মেদ ও ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। খেলাঘরের পক্ষে ছিলেন আলতাফ হোসেন ও ববি হক।

লেখক পারভীন আক্তার খান মেরীর লেখা ছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করেন স্থানীয় শিল্পী ও খেলাঘরের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, লেখিকা তার জীবদ্দশায় বই দুটি প্রকাশ করে যেতে না পারলেও বইগুলো পাঠকের হাতে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তার লেখা ছড়া ও কবিতার বইয়ের পাশাপাশি আমাদের এই ভাষার মাসে সাহিত্যের বিভিন্ন ধারার সমৃদ্ধ গ্রন্থ পাঠ করার দিকে মনোযোগী হতে হবে। একজন লেখকের জীবনদর্শন ও উপলব্ধি ফুটে ওঠে তার সৃষ্টি লেখনীতে। বিশেষ করে নতুন প্রজন্মকে তাদের সমৃদ্ধ মনন ও উন্নত বোধ তৈরিতে বেশি করে বই পড়ার দিকে ঝুঁকতে হবে। এ প্রজন্মকে বইমুখী করার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।

উৎস: Samakal

কীওয়ার্ড: বই

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ