সিটি আনন্দ আলো পুরস্কার প্রাপ্ত ঔপন্যাসিক ইশরাত জাহান ঊর্মি। গল্প-উপন্যাসের পাশাপাশি নিয়মিত ‘নারীবাদ বিষয়ক কলাম’ লেখেন তিনি। ২০২৫ বইমেলায় রয়েল প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে ইশরাত জাহান ঊর্মির নারী বিষয়ক বই ‘অন্যপক্ষ’। এতে প্রচলিত অর্থে নারীর সুখের কথা বা দুঃখের কথা নেই, এই বইতে নারীর নিজের যে একটা ‘এজেন্সি’ আছে, বলার মতো ‘ভয়েস’ আছে সেই বিষয়ে বলেছেন সংগ্রামী নারীরা—এমনটাই জানিয়েছেন ইশরাত জাহান।

যাদের কথা থাকছে এই বইয়ে, তারা হলেন— ফেরদৌসী প্রিয়ভাষিণী, সুলতানা কামাল, হালিদা হানুম আখতার ও মনজুন নাহার, সৈয়দা রিজওয়ানা হাসান, তাসমিমা হোসেন, মিতা হক, শামীম আজাদ, সূবর্ণা মুস্তাফা, কমলা ভাসিন, আজমেরী হক বাঁধন এবং তাসনুভা শিশির।

ইশরাত জাহান ঊর্মি বলেন, ‘‘নারীকে সবসময় ‘অপরায়ন’ করা হয় সমাজ সংসার রাষ্ট্রে, সেখান থেকেই ডিবিসি নিউজ এর নিয়মিত নারীবাদ বিষয়ক অনুষ্ঠান ‘অন্যপক্ষ’। সেই নামেই বই।’’

আরো পড়ুন:

বইমেলার ৮ম দিনে ১০২ নতুন বই প্রকাশিত

বইমেলায় প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’

ইশরাত জাহান ঊর্মির চাওয়া—  নারীর অধিকারের সংগ্রামকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদের হারিয়ে যেতে না দেওয়া।

প্রাপ্তিস্থান: রয়েল প্রকাশনী
স্টল নন্বর: ৪১৩-১৪
 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ