Samakal:
2025-08-01@19:39:41 GMT

নতুন সিরিজে রেনো

Published: 9th, February 2025 GMT

নতুন সিরিজে রেনো

বৈশ্বিক বাজারের পর বাংলাদেশে রেনো-১৩ সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নতুন সিরিজের স্মার্টফোনে থাকবে ফ্যাশন আর সর্বশেষ প্রযুক্তির মিশেল। বাটারফ্লাই শ্যাডো ও লুমিনাস লুপ– দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতায় নতুন মানদণ্ড দৃশ্যমান হবে। প্রকৃতি থেকে ডিজাইন ও ফ্যাশন উপকরণের সমন্বয়ে ডিভাইসটি গ্রাহকের সামনে নতুন অভিজ্ঞতা স্থাপন করবে বলে নির্মাতারা জানান। পানির নিচে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচারে দেশের প্রথম স্মার্টফোন। সর্বাধুনিক মডেল দুটির মাধ্যমে পানিতেও ভালো মানের, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন গ্রাহক। এমনটা সম্ভব হয়েছে আইপি৬৯ রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে, যা কিনা ধুলাবালি ও পানি থেকে বিশেষ সুরক্ষা দেবে। পানির দুই মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, যা রং, ফোকাস ও কনট্রাস্টের সমন্বয়ে সহায়ক।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইয়োর মোমেন্ট’ প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্ত সংরক্ষণে নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই থার্টিন সিরিজের ডিজাইন করা। এআই প্রযুক্তি, প্রিমিয়াম বাটারফ্লাই ডিজাইন ও অসাধারণ পারফরম্যান্সের সমন্বয়ে সিরিজে সাহসিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত উদযাপনে অনুপ্রাণিত করে।
সিরিজের ফাইভজি মডেলে রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসেপ্ল ৬.

৫৯ ইঞ্চি। ব্যাটারি ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার। ৮০ ওয়াট সুপারভোগ চার্জিং, ১২ জিবি র‌্যাম  (১২ জিবি এক্সটেন্ডেড) ও ২৫৬ জিবি রম। মডেলে দুটি রঙের বৈচিত্র্যে থাকছে পাম হোয়াইট ও লুমিনাস ব্লু।
থার্টিন এফ মডেলে রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি ওলেড। ব্যাটারি ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং। 
৮ জিবি র‌্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম। মডেলে দুটি রঙের বৈচিত্র্যে থাকছে পাম পার্পল ও গ্রাফাইট গ্রে। মডেল দুটির এআই এডিটর স্যুট দিচ্ছে এআই ক্লিয়ারিটি এনহেন্সার, ফিচারটি ঝাপসা (ব্লারি) বা লো-রেজ্যুলেশনের ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়ালের রূপান্তরে সহায়তা করে। 
প্রিয় সব মুহূর্তকে প্রাণবন্ত করার প্রয়োজনে শাটার প্রেস করার আগে ও পরে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয় এবং এআই ডি-ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে সবকটি শট স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড জ ইন

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ