বাংলাদেশের দর্শকদের জন্য হলিউড-বলিউডের দুই হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।

রবিবার (৯ ফেব্রুয়ারি) প্ল্যাটফর্মটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, ক্রিটিকালি অ্যাক্লেইমড চলচ্চিত্র এবং জনপ্রিয় সব সিরিজ নিয়ে ‘প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট’ সহজলভ্য করতে এ উদ্যোগ অ্যাপটির।

টফির গ্রাহকরা মাসে ৯৯ টাকায় সাবস্ক্রিপশন ও পেমেন্টের মাধ্যমে এসব মুভি দেখতে পারবেন। এছাড়াও এতে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ ছাড়েরও সুযোগ পাবেন তারা।
পাশাপাশি গ্রাহকরা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস এর মত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো’গুলোও দেখার সুযোগ পাবেন। টফিতে সব বয়সীদের উপযোগী আয়োজন থাকছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও ব্যবহারকারীর জন্য আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করব।” 

লায়নসগেট প্লে’র পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভবী পারিখ বলেন, “সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা ফিল্মসহ অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার মাধ্যমে আপনার দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এ অংশীদারত্ব।”

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ