জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রদের ভর্তি পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৬.২৭ শতাংশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা মোট পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়। এতে তাদের উপস্থিতির হার ছিল ৮৩.

৮০ শতাংশ। গড়ে ইউনিটটিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল ৮৫.৩৩ শতাংশ।

এছাড়া পঞ্চম শিফটে আইবিএ-জেইউ (ছেলে-মেয়ে উভয়) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৭২ শতাংশ ভর্তিচ্ছু।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভর্তিচ্ছু ছাত্রদের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটে চতুর্থ শিফটের মাধ্যমে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে (৫ম শিফট) আইবিএ-জেইউ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে ৪টা ১৫ মিনিট পর্যন্ত।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে গতকালের ছাত্রীদের পরীক্ষায় ৪৭ হাজার ৬৯২টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু।”

তিনি বলেন, “সোমবার অনুষ্ঠিত ছাত্রদের পরীক্ষায় ৩৯ হাজার ৭৬ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৭১২ জন। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৩.৮০ শতাংশ এবং ভর্তিচ্ছু ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.২৭ শতাংশ।”

‘ডি’ ইউনিটের ফলাফলের ঘোষণার ব্যাপারে তিনি বলেন, “আজ রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।” 

উপস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গতকালে অনুষ্ঠিত ছাত্রীদের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮২ শতাংশ, তৃতীয় শিফটে ৮৪ শতাংশ, চতুর্থ শিফটে ৮১ শতাংশ এবং পঞ্চম শিফটে ৮২ শতাংশ।

সোমবার অনুষ্ঠিত ছাত্রদের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮৫.২৯ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮৬.২৭ শতাংশ, তৃতীয় শিফটে ৮৬.৭৩ শতাংশ এবং চতুর্থ শিফটে ৮৬.৭৯ শতাংশ।

আইবিএ-জেইউ ইউনিটের পরীক্ষার বিষয়ে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক আইরীন আক্তার বলেন, “আইবিএ-জেইউ ইউনিটে ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি। পরীক্ষায় ৩ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সে হিসেবে উপস্থিতির হার ছিল ৭২ শতাংশ।”

আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে প্রথম শিফটে ছাত্রী এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট আসন ২০০টি। আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। আসনপ্রতি লড়বেন ৭৬ জন ভর্তিচ্ছু। 

পরের তিনটি শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি বুধবার ‘এ’ ইউনিটে ৫ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটে মোট আসন ৪২৬। আবেদন পড়েছে ৭৩,১৬১টি। আসন প্রতি লড়বেন ১৭২ জন। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপস থ ত র হ র ছ ল উপস থ ত ছ ল ন দ র উপস থ ত ট র পর ক ষ পর ক ষ য় ইউন ট র

এছাড়াও পড়ুন:

ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে একই বছরের জন্য কোম্পানি ১ হাজার ৮৯০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল, যা এরইমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। সে হিসাবে কোম্পানি সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য মোট ৩ হাজার ৮৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য এই চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে সর্বশেষ ঘোষিত চূড়ান্ত লভ্যাংশের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৯৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ার হোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৮৭.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪৬.২৩ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩৯.১৩ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ৫ বছরে, অস্ট্রেলিয়ার বিনোদন বাজার বাড়ছে
  • জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
  • জাহাঙ্গীরনগরে পিটুনিতে নিহত সেই ছাত্রলীগ নেতাকেও ‘সাময়িক বহিষ্কার’ করেছে প্রশাসন
  • আইন সংশোধন করে কি ঠেকানো যাবে ইন্টারনেট বন্ধ
  • ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • সিলেটে টিলা কাটার অভিযোগে বিএনপি নেতা, ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
  • জুলাই হামলাকারীদের শাস্তি চেয়ে জাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’
  • ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা
  • কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালুর উদ্যোগ
  • আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর