‘নেইমারের আর সামর্থ্য নেই’, আল হিলাল নির্বাহীর বিস্ফোরক মন্তব্য
Published: 11th, February 2025 GMT
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরি জর্জরিত ব্রাজিলিয়ান তারকা আল হিলালে খেলার পর্যায়েও নেই। আল হিলাল তার থেকে যেটা চায় সেটা দেওয়ার সামর্থ্য নেইমারের নেই বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্তেভে কালজাদা।
নেইমার সম্প্রতি আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। তিনি শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন। চুক্তি বাতিল করা দুই পক্ষের জন্যই লাভের হয়েছে বলেও মন্তব্য করেছেন আল হিলাল নির্বাহী।
কালজাদা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে, নেইমারকে আমরা দলে নিয়মিত রাখতেই পারিনি। সে আল হিলালে এসেই ইনজুরিতে পড়ে। তার চলে যাওয়া প্রমাণ করে যে, আল হিলাল এমন কাউকে চাচ্ছিল যার শীর্ষ পর্যায়ের মান ধরে রেখে খেলার সামর্থ্য আছে।’
নেইমার আল হিলালে যোগ দেওয়ায় সৌদি প্রো লিগের এবং ক্লাবের মার্কেটিং হয়েছে বলে মন্তব্য করেছেন কালজাদা। তবে খেলোয়াড়ের মূল কাজ খেলা বলেও উল্লেখ করেন তিনি, ‘ক্লাবের অসাধারণ মার্কেটিং হয়েছে, এটা সত্য। তবে তার আসল কাজটাই তো ফুটবল খেলা। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসলাম যে, প্রত্যাশা পূরণের পর্যায়ে সে আর নেই।’
নেইমার ফর্মের তুঙ্গে থেকে বার্সেলোনা ছাড়েন। ২০১৭ সালে পিএসজি যোগ দেন তিনি। এরপর থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন এই তারকা। আল হিলালে দেড় মৌসুমের প্রায় পুরোটা সময় ইনজুরিতে ছিলেন তিনি। সান্তোসে যোগ দিয়ে এরই মধ্যে ব্রাজিলিয়ান তারকা দুই ম্যাচ খেলেছেন। তবে সেখানেও ‘নেইমার সুবাস’ মেলেনি এখেনো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল আল হ ল ল কর ছ ন ইনজ র
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব