ফরিদপুর শহরের চুনারুঘাটা ব্রিজ এলাকায় ট্রাক ও অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার দুপুর ১২টায় ফরিদপুর শহরে যাওয়ার পথে চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে ছয়জন গুরুতর আহত হন।

নিহতরা হলেন খলিল মণ্ডলেরহাটের আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) এবং একই এলাকার লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (২৮)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসেম পাটাদার ও লাভলু শেখ মারা যান।

আহত চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। আমরা ট্রাকটি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আহত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ