ভারতকে হারিয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ওই বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। ওই দল এরই মধ্যে বেশ ক’জন ভবিষ্যত তারকার জন্ম দিয়েছে। তানজিদ তামিম, মাহমুদ হাসান জয়, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব ও পারভেজ ইমন এরই মধ্যে জাতীয় দলে খেলে ফেলেছেন। 

অনূর্ধ্ব-১৯-এর ওই বিশ্বকাপ দলে ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। তখন তার বয়স ছিল ১৭। যুবা দলের অন্যতম কনিষ্ঠ ক্রিকেটার ছিলেন। বিশ্বকাপে ম্যাচ না পেলেও তাকে ভবিষ্যত তারকা মনে করা হচ্ছিল। ২০২০ বিশ্বকাপের পরের বছরই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন নাবিল। 

ওই নাবিল ফুল হয়ে ফোঁটার আগেই ঝরে গেলেন। বুধবার মাত্র ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। জানা গেছে, শারীরিক কিছু জটিলতায় ভুগছেন তিনি। যে কারণে মনোযোগ বাড়াতে চান পড়াশুনায়। 
 
খুলনার ছেলে নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ক্লাস-পড়াশুনার সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে তার জন্য। শ্বাসকষ্টের সমস্যা আছে বলেও জানা গেছে। যে কারণে ক্রিকেট থেকে দূরে সরে পড়াশুনায় মনোযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাবিল ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৯০। ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ দলে খেলাকালীন ভালো ছাত্র হিসেবে সুনাম ছিল নাবিলের। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংরেজি ভাষায় স্বর্তস্ফূর্ত কথা বলে প্রশংসা পেয়েছিলেন তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান

জাপানে বাবার মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া না করে মরদেহ দুই বছর বাড়িতে লুকিয়ে রেখেছেন এক ব্যক্তি। সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

জাপানি ওই ব্যক্তির নাম নোবুহিকো সুজুকি (৫৬)। জাপানের টেলিভিশন নেটওয়ার্ক ফুজি নিউজ নেটওয়ার্কের খবরে বলা হয়, রাজধানী টোকিওতে নোবুহিকোর একটি রেস্তোরাঁ আছে। এক সপ্তাহ ধরে রেস্তোরাঁটি বন্ধ। প্রতিবেশীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলে তাঁরা পুলিশে খবর দেন।

পরে পুলিশ নোবুহিকোর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে খুঁজে পায় পুলিশ। তাঁর সঙ্গে বাড়ির একটি পোশাক রাখার আলমারিতে মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে নোবুহিকো জানান, এটি তাঁর বাবার কঙ্কাল। ২০২৩ সালের জানুয়ারিতে তাঁর ৮৬ বছর বয়সী বাবা মারা যান। তিনি বাবার মৃতদেহ বাড়িতে লুকিয়ে রাখেন।

নোবুহিকোর বাবা কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তিনি দাবি করেন যে ওই দিন তিনি বাড়িতে ফিরে তাঁর বাবার মৃতদেহ দেখতে পান।

যদি তা–ই হয়, তাহলে কেন তিনি মৃতদেহ লুকিয়ে রেখেছেন? এমন প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া অনেক ব্যয়বহুল ছিল।

পুলিশ নোবুহিকোকে গ্রেপ্তার করেছে। বাবার অবসর ভাতা আত্মসাতের জন্য তিনি এমনটা করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জাপানে এ ঘটনা নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, বাবার মৃত্যুর পরও অবসর ভাতা তুলতে নোবুহিকো এ কাণ্ড করেছেন।

তবে কেউ কেউ সমবেদনাও জানিয়েছেন। তাঁরা বলেছেন, যাঁদের অভিজ্ঞতা নেই, তাঁদের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জটিলতা বুঝতে পারা কঠিন।

জাপানে করোনা মহামারির সময় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গড়ে প্রায় ১৩ লাখ ইয়েন খরচ হতো বলে জানিয়েছেন এ–সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত এক কর্মকর্তা।

অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ জোগাড় করতে না পারায় স্বজনের মৃতদেহ লুকিয়ে রাখার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে আরেক ব্যক্তির বিরুদ্ধে তাঁর মায়ের মৃতদেহ বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে মামলা হয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনি কি অবসর নেবেন, গিলক্রিস্ট–পোলকরা যা বলছেন
  • চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
  • ছয় কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে
  • প্রেসিডেন্ট হিসেবে তিনবার দায়িত্ব পালনের দাবি ট্রাম্পের
  • ৩ কর্মকর্তার অবসর ও বরখাস্তের আদেশ আদালতে বহাল
  • বাধ্যবাধকতা থাকায় ইশরাকের গেজেট প্রকাশ: ইসি
  • বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান
  • প্রাণের গানে সালাহর উৎসব
  • ‎আবু সাঈদ হত্যায় অভিযুক্তদের হলের সিট বাতিল
  • আবু সাঈদ হত্যায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল