অনেক দিন ধ‌রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা প‌রিচ‌য়ে মামলা-মোকদ্দমা থে‌কে বাঁচা‌নোর কথা ব‌লে ও ভয় দেখিয়ে প্রতারণা ক‌রে আস‌ছে এক‌টি সংঘবদ্ধ চক্র। এবার অভিনব পন্থায় প্রতারণায় নে‌মে‌ছে তারা। সামা‌জিক যোগা‌যোগ ম‌াধ্যমে দুদকের চেয়ারম‌্যা‌ন ও কমিশনারদের না‌মে খু‌লে‌ছে একা‌ধিক আইডি। এসব আইডি ব‌্যবহার ক‌রে হা‌তি‌য়ে নি‌চ্ছে লাখ লাখ টাকা।

সম্প্রতি এ প্রতারক চ‌ক্রের তিন সদস‌্যকে চি‌হ্নিত ক‌রে‌ছে গো‌য়েন্দা সংস্থা। তা‌দের ব‌্যাংক অ্যাকাউ‌ন্টে পাওয়া গে‌ছে লাখ লাখ টাকা। তারা দুদক চেয়ারম‌্যা‌ন ও ক‌মিশনার‌সহ ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের না‌মে হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে আইডি খু‌লে প্রতারণা ক‌রে মানু‌ষের কাছ থে‌কে বিপুল পরিমাণ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে।

দুদক জানিয়েছে, দুদ‌কের না‌মে প্রতারণায় লিপ্ত তিন জন‌কে শনাক্ত করা হ‌য়ে‌ছে। তারা হ‌লেন—রংপুরের পীরগ‌ঞ্জের আল আমিনের ছে‌লে রেজোয়ানুল হক। তার সহ‌যো‌গী ইয়াস‌মিন আকতার ও জ‌রিনা বেগম।

রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তারের নামে রংপুরের নবাবগঞ্জ বাজারের আজহার প্লাজায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলেন, যার নম্বর—7017413367520। ওই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ নেওয়া হয়ে‌ছে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত হওয়া গেছে। রেজোয়ানুলের অপর সহযোগী জরিনা বেগমের নগদ অ্যাকাউন্টে (01898611674) অবৈধ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গে‌ছে।

দুদকের উপ-প‌রিচা‌লক (জনসং‌যোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, প্রতারক চক্র অপকর্মের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। সংঘবদ্ধ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে দুদক।

দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে চিঠি দিয়ে তাকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না। চিঠি ভুয়া কি না, তা নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্য কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে অথবা উল্লিখিত প্রতারক চক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন নম্বরে (১০৬) জানানো অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দি‌য়ে‌ছে সংস্থা‌টি।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ