সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ তাই দল তিনটির খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতির সুযোগ এনে দিয়েছে। অনেকে নিজেদের ঝালাই করে নেওয়ার এই প্রস্তুতিতে সফল হলেও হতাশ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ১০ রানের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন ১৯ বলে ২৩ রান করে। অন্য সময়ে যেমনই হোক, অন্তত এই ফর্মহীনতার সময়ে ‘কিং’ ডাক শুনতে ভালো লাগার কথা নয় বাবরের। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন তাঁকে কিং বা রাজা বলে না ডাকেন।

বাবরকে ভালোবেসে ‘কিং বাবর’ ডাকেন অনেকেই। পাকিস্তানের সমর্থক ও দেশটির গণমাধ্যমে প্রায়ই বাবরের সঙ্গে ‘কিং’ শব্দটি উচ্চারিত হয়ে থাকে। কদিন আগে বাবরের ওপেনিং করা নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও তাঁকে ‘কিং’ সম্বোধন করেছিলেন।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে বাবরের জন্য নতুন ভূমিকা ঠিক করেছে পিসিবি ০১ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘদিন পর (ওয়ানডেতে ২০১৫ সালের পর) বাবর ওপেনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না, জানতে চাইলে রিজওয়ান বলেন, ‘এর উত্তরে সেই কথাটি বলা যায়, “রাজা করে দেখাবে।”’

ওপেনিংয়ে দেখা যাবে বাবর–ফখর জুটি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব বর র

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ