গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার ২১তম চারুকলা প্রদর্শনী
Published: 13th, February 2025 GMT
বসন্ত ও একুশকে সাথে নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা পরিচালিত কিশলয় চারুকলা কেন্দ্রের ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৫।
প্রদর্শনীতে মেলার চারুকলা বিভাগের ১২টি শ্রেণির ১৭৪ জন শিক্ষার্থীর ১৭৪টি ছবি প্রদর্শিত হবে।
১৪ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিন সকাল ৮টায় থাকছে মেলার কিশলয় ললিতকলা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় ‘বসন্ত উৎসব ১৪৩১’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সভাপতি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু। বসন্ত উৎসব গ্রন্থনা ও পরিচালনা করবেন কিশলয় ললিতকলা কেন্দ্রের অধ্যক্ষ গোলাম জিলানী।
একই দিন সকাল ১০টায় ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী তাজউদ্দিন আহমেদ ও টি এ কামাল কবির।
১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে ‘শিশুর কন্ঠে গল্প শুনি’ শিরোনামে গল্প বলা প্রতিযোগিতা। গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত কামাল স্মৃতি পাঠাগার আয়োজিত এই প্রতিযোগিতায় গেণ্ডারিয়ার ১৭টি স্কুলের প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে মেলা প্রাঙ্গণে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কার্যক্রমটি পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আয়োজন করা হয়েছে ‘শিশুর কন্ঠে গল্প শুনি’ গল্প বলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গ্রন্থাগার বিষয়ক গবেষক আলীম-উজ-জামান এবং বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব মো.
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় প্রভাত ফেরি এবং গেণ্ডরিয়ার ধূপখোলা মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কার্যক্রমটির নেতৃত্ব দেবেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা ফাহমিদা কুমকুম এবং কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম রাবেয়া মুর্শিদা।
ধূপখোলা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনে গেণ্ডারিয়ার বিভিন্ন শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সদস্যরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৪-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে থাকবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, সভাপতিত্ব করবেন কিশলয় চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ সাধনা ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিচালনা করবেন মেলার প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান খান।
প্রদর্শনী উপলক্ষে মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা সম্পাদিত একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে।
গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গনে প্রদর্শনীটি ১৪-২২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ঢাকা/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন প রদর শ চ র কল পর চ ল করব ন
এছাড়াও পড়ুন:
শ্রম আইনের সংশোধন কবে হবে, তা বলছে না শ্রম মন্ত্রণালয়
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ কবে হবে, সে বিষয়ে আর সময়সীমার কথা বলছে না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত নভেম্বর মাসে এই মন্ত্রণালয় বলেছিল, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এ অধ্যাদেশ হবে। মার্চ শেষে এপ্রিলও শেষ হচ্ছে আজ বুধবার।
সচিবালয়ে আজ ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংবাদ সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আইন সংশোধনীর ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে নন তিনি। শ্রমিক–মালিকদের স্বার্থ রক্ষাসহ শিগগিরই তা করা হবে। বিষয়টি এখন কোন প্রক্রিয়ায় আছে, তা বলতে রাজি হননি শ্রম উপদেষ্টা।
শ্রম উপদেষ্টা বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। তিনি আরও বলেন, ‘একসময় স্লোগান ছিল দুনিয়ার মজদুর, এক হও।’ এখন তা বদলে গেছে। এখন হবে ‘দুনিয়ার মালিক-শ্রমিক, এক হও’। এখন ভালো মালিকেরা শ্রমিকদের সন্তানের মতো মনে করেন।
প্রস্তাবিত অধ্যাদেশে ১০১টি ধারা ও উপধারা সংশোধন হবে। সুইজারল্যান্ডের জেনেভায় ১০ থেকে ২০ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।
আইএলওর বৈঠকে যোগ দিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যে দলটি জেনেভা সফর করে, সেখানে শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর, যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সরকার ও শ্রম উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ছিলেন।
এর আগে গত বছরের ১০ নভেম্বর তৎকালীন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান আইএলওর গভর্নিং বডির বৈঠক থেকে দেশে ফিরে সাংবাদিকদের জানিয়েছিলেন, মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে। উপদেষ্টা তখন এ–ও বলেছিলেন, আগের সরকারের আইনমন্ত্রীর (আনিসুল হক) নেতৃত্বাধীন দলকে আইএলও পর্ষদে অপদস্থ করা হয়েছিল। অথচ এবারের চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশের পদক্ষেপগুলো নিয়ে বরং প্রশংসা করা হয়েছে। কয়েকটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে হওয়া মামলাগুলো তুলে নেওয়ার কথাও বলেছিল।
জানা গেছে, শ্রম অধিকার বাস্তবায়নে ঘাটতির অভিযোগ এনে জাপানসহ ছয়টি দেশের পক্ষ থেকে আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাগুলো চলমান।
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিক রয়েছে। এদিকে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদকে (টিসিসি) শ্রমিকপক্ষ জানিয়েছে, আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে প্রধানত পোশাক খাতের শ্রমিকদের কথা বিবেচনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মে দিবস আর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ–স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেওয়া হবে পুরস্কার।