পাট রপ্তানিকারকদের নতুন ঋণ সুবিধা
Published: 16th, February 2025 GMT
বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কাঁচা পাট রপ্তানিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিকারকদের ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে পুনরায় ২ বছরের মরাটরিয়াম (সকল দেনা স্থগিত) সুবিধা দিতে পারবে ব্যাংকগুলো।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য সরকারের সিদ্ধান্ত মতে, ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে পুনরায় ২ বছরের মরাটরিয়াম সুবিধা প্রদান করা যাবে। এক্ষেত্রে, গ্রাহকের ২০২৪ সালের ৩১ মার্চ তারিখ ভিত্তিক বিদ্যমান ঋণ স্থিতি বিবেচনায় নিতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য যেসব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হলো-
কাঁচা পাট রপ্তানিকারক ঋণগ্রহীতাদের ২০২২ সালের ৩১ মার্চ তারিখ ভিত্তিক ঋণ হিসাবের মোট দায় নিরূপণপূর্বক ব্লক একাউন্টে স্থানান্তর করে ২ বছরের মরাটরিয়াম সুবিধাসহ ১০ বছরে পরিশোধের সুবিধা প্রদান করা।
ঋণগ্রহীতাদের ঋণ হিসাবের অনারোপিত সুদ ১০০ শতাংশ এবং আরোপিত সুদ বিধি মোতাবেক মওকুফ বিবেচনা করা। ব্লক সুবিধা প্রদানের ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট আদায় করা। ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর কস্ট অব ফান্ড হারে সুদ আরোপ করা।
প্রতি রপ্তানি বিল বা বিক্রয় বিল হতে মরাটরিয়াম পিরিয়ডে বিল মূল্যের ২ শতাংশ এবং মরাটরিয়াম পিরিয়ড পরবর্তীতে সর্বোচ্চ ৫ শতাংশ কেস টু কেস ভিত্তিতে নিয়মিত কর্তন পূর্বক ফান্ড ডেভেলপমেন্ট করা যা কিস্তি সমন্বয়ে ব্যবহার করা। নতুন ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ন্যূনতম জমা গ্রহণের বিষয়ে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা। ঋণের বিপরীতে জামানতের বিষয়ে ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসরণ বা পরিপালন করা।
সার্কুলার জারির ৬ মাসের মধ্যে ২ শতাংশ ডাউন পেমেন্ট (এফডিআর’র ওপর অর্জিত সুদ নগদ) জমা দিয়ে যারা আবেদন করতে ব্যর্থ হবেন তাদের ক্ষেত্রে এফডিআর নগদায়নপূর্বক ঋণ হিসাবে জমা করে অবশিষ্ট পাওনা আদায়ে প্রচলিত নীতিমালায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা। ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেলে বিচারাধীন এ-সংক্রান্ত চলমান মামলাগুলোর নিষ্পত্তি করার বিধান রাখা।
এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঋণ হ স ব গ রহণ
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা