বছর শেষের লাভ–লোকসানের হিসাব চূড়ান্ত করতে আগামীকাল সোমবার পরিচালনা পর্ষদের সভা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম কোম্পানি রবি আজিয়াটা। এই পর্ষদ সভা কেন্দ্র করে কয়েক দিন ধরে শেয়ারবাজারে রবির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

বিনিয়োগকারীদের বাড়তি এই আগ্রহে লেনদেন বেড়েছে কোম্পানিটির শেয়ারের। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে ছিল রবি আজিয়াটা। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ৫ শতাংশ।

গত সপ্তাহেও ঢাকার বাজারে লেনদেনের শীর্ষস্থানে ছিল রবি আজিয়াটা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের প্রতিদিনই গড়ে প্রায় ১১ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে। ওই সপ্তাহে বাজারের প্রতিদিনের মোট লেনদেনের আড়াই শতাংশের বেশি এককভাবে রবি আজিয়াটার দখলে ছিল। আর চলতি সপ্তাহে এসে এই লেনদেন আরও বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার বাজারের মোট লেনদেনের ৫ শতাংশই এই কোম্পানির দখলে চলে এসেছে।

গত ১২ ফেব্রুয়ারি রবি আজিয়াটা তাদের আজকের পরিচালনা পর্ষদের সভার কথা জানায়। সেখানে বলা হয়, গত ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ বৈঠক থেকে হিসাব বছর শেষে শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণারও কথা রয়েছে। এ কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভাকে কেন্দ্র করে শেয়ারবাজারে লেনদেনে নেতৃত্বস্থানীয় অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি।

গত ১২ ফেব্রুয়ারি পর্ষদ সভার ঘোষণা দেওয়ার পর থেকে গত তিন কার্যদিবসে ঢাকার বাজারে রবির প্রতিটি শেয়ারের দাম এক টাকা বা সাড়ে ৩ শতাংশ বেড়েছে। ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ২৮ টাকা ৭০ পয়সা। গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়ায় ২৯ টাকা ৭০ পয়সায়।

সর্বশেষ ২০২৩ সালে রবি আজিয়াটা শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা এক টাকা লভ্যাংশ পান। ২০২৩ সালে সব মিলিয়ে কোম্পানিটি লভ্যাংশ বাবদ বিতরণ করে প্রায় ৫২৪ কোটি টাকা।

রবি আজিয়াটা ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এটি সর্বোচ্চ মূলধনি কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৮ কোটি টাকা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজ য় ট

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ