ফাল্গুনী তানিয়া মূলত একজন গবেষক। দীর্ঘ এক যুগেরও বেশি তিনি বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সাহিত্যের বিভিন্ন শাঁখায় বিচরণ রয়েছে তার। এবারের অমর একুশে বইমেলায় তিনটি বই প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে একটি গবেষণামূলক প্রবন্ধের, অন্য দুটি শিশুতোষ বই।

প্রাচ্য ও পাশ্চাত্যের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুরু করে মার্ক্সবাদ, নিম্নবর্গ, নারীবাদ, নব্য ইতিহাসবাদ, হাংরি আন্দোলন তত্ত্বসহ উপন্যাস, কবিতা, শিশুতোষ বিশ্লেষণের মাধ্যমে লেখা উনিশটি প্রবন্ধ নিয়ে প্রকাশিক হয়েছে গবেষণামূলক প্রবন্ধের ‘পাঠ ও পর্যবেক্ষণে বাংলাদেশের সাহিত্য’ বইটি। এটি প্রকাশিত হয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে।

এই গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলোতে ইম্প্রেশনিজম, মার্ক্সবাদ ফেমিনিজব্দ, সাবজস্টার্ন তত্ত্ব, উত্তর-ঔপনিবেশিক তত্ত্ব, নিও-মিস্টিসিজম ইত্যাদি তত্ত্বকে বিশ্লেষণের পরিপ্রেক্ষিত হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশ্চাত্যের ভাত্ত্বিক ভাবনার শাশাপাশি প্রাদের হাংরি আন্দোলন এবং দেবেশ রায় কথিত প্রাচ্যের নিজস্ব গঠনরীতির অনুসন্ধান রয়েছে গ্রন্থটিতে। তবে সেগুলো তত্ত্ব ভারে ভারাক্রান্ত নয়, সহজ গদ্যে লেখা। গবেষণা ও ক্রিটিকাল থিঙ্কিংয়ের সক্ষমতার জন্য বিশেষ জরুরি বলে বিবেচনা করে প্রবন্ধকারের চিন্তার সারাৎসাত্রই এখানে অন্তর্ভুক্ত হয়েছে। মনোবিশ্লেষণ ও গভীর উপলব্ধির জন্য চিন্তার খোরাক রয়েছে এই গ্রন্থে। প্রবন্ধগুলো হয়ে উঠেছে ইতিহাস চেতনার এক অনন্য দলিল।

আরো পড়ুন:

বইমেলায় জোবায়ের মিলনের গল্পগ্রন্থ ‘মাথাহীন মানুষের দেশে’

বইমেলায় গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’

এবারের মেলায় বাংলাপ্রকাশ থেকে প্রকাশিত ফাল্গুনী তানিয়ার প্রথম শিশুতোষ বই ‘হারিয়ে গেল বানর ছানার মা’।

বইটি সম্পর্কে তিনি বলেন,  ‘‘দুটো শিশুর সঙ্গে পরিণত হচ্ছি আমি। তাই ওদের চাহিদা মেটাতে শিশুদের জন্য লিখতে উৎসাহী হয়েছি। বইটি পড়লে শিশুরা বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। আপনারা যারা বইটি শিশুদের পড়াবেন, ধাঁধাঁর মত করে আগে জিজ্ঞেস করতে পারেন এই বৈশিষ্ট্যগুলো কোন প্রাণীর বলোতো।’’

অন্য শিশুতোষ বই ‘তুমিই সেরা’ প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। বইটি সম্পর্কে লেখক বলেন, ‘‘প্রতিটি শিশুই স্বতন্ত্র। শিশুবান্ধব পৃথিবী গড়ার জন্য সব শিশুর মনে তারা যে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বোধটি তৈরি করা জরুরী। শিশুরা তাদের প্রকৃত ভালোবাসার জায়গাটি চিহ্নিত করতে পারলে অবশ্যই একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। তুমিই সবার সেরা বইটি পড়লে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। জীবনের দুঃসময় মোকাবিলা করতে সক্ষম হবে।’’

ফাল্গুনী তানিয়ার জন্ম ২১ ফেব্রুয়ারি ১৯৮২, যশোর জেলার শার্শা থানার সীমান্তবর্তী গ্রাম ফুলসরে। পিতা মো.

নাসির উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। মাতা বেগম তাহমিনা অত্যন্ত মুক্তমনের মানুষ।

ফাল্গুনী তানিয়ার প্রথম গ্রন্থ 'হিমু এবং আমরা' হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র হিমুকে কেন্দ্র করে। 

ঢাকা/হাসান/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রবন ধ তত ত ব র জন য বইম ল

এছাড়াও পড়ুন:

পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত, সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি করেছে।

খসড়ায় প্রস্তাব করা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারপারসন হবেন। সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ; গ্রেড-২ পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা; অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা; পুলিশ একাডেমির একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ; আইন, অপরাধবিজ্ঞান বিষয়ের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক; ১৫ বছর অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানবাধিকারকর্মী।

আরও পড়ুনপুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য৮ ঘণ্টা আগেকমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন।

কমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন। সদস্যরা যোগদানের দিন থেকে চার বছর নিজ নিজ পদে থাকবেন। মেয়াদ শেষে কোনো সদস্য আবার নিয়োগের যোগ্য হবেন না।

অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, পুলিশ কমিশনের নির্দেশ বা সুপারিশ প্রতিপালনে বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়েছে—এই কমিশন যেকোনো কর্তৃপক্ষ বা সত্তাকে কোনো নির্দেশ দিলে উক্ত কর্তৃপক্ষ বা সত্তা অনধিক তিন মাসের মধ্যে তা বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে হবে। তবে কমিশনের নির্দেশ বা সুপারিশ বাস্তবায়নে কোনো অসুবিধা হলে সে ক্ষেত্রে নির্দেশ বা সুপারিশ পাওয়ার অনধিক তিন মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে যে নির্দেশ বা সুপারিশ পাঠাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ বা সুপারিশ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে জানাতে হবে।

আরও পড়ুনকোনো দল নয়, পুলিশের আনুগত্য থাকবে আইন ও দেশের প্রতি৯ ঘণ্টা আগেপুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদেও এটি অন্তর্ভুক্ত হয়েছে।

এই কমিশনের সদস্য পদে নিয়োগের সুপারিশ প্রদানের জন্য সাত সদস্যের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হবে। খসড়া অধ্যাদেশে প্রধান বিচারপতির মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির মনোনীত একজন সরকারদলীয় এবং একজন বিরোধীদলীয় সংসদ সদস্যকে বাছাই কমিটিতে রাখার কথা উল্লেখ করা হয়েছে। ন্যূনতম পাঁচ সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম হওয়া ও বাছাই কমিটির বাছাই প্রক্রিয়া শুরুর ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে।

আরও পড়ুন‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা১৭ ঘণ্টা আগে

পুলিশ কমিশন অধ্যাদেশ খসড়ায় কমিশন প্রতিষ্ঠা, কার্যালয়, সদস্যদের নিয়োগ, মেয়াদ, কমিশনের সদস্য হওয়ার জন্য কারা অযোগ্য, সদস্যদের পদত্যাগ, অপসারণ, পুলিশি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি, নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন, পুলিশপ্রধান নিয়োগ, আইন-বিধি, নীতিমালা প্রণয়ন ও গবেষণা বিষয়েও প্রস্তাব রাখা হয়েছে।

পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদেও এটি অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুনমাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক’: আইজিপি১৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত, সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির