মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার ও অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ওপার বাংলাতেও রয়েছে জয়ার সুখ্যাতি। সেখানেও পেয়েছেন সম্মাননা। স্যোশাল মিডিয়াতে সরব জয়া নিয়মিত ছবি পোস্ট করে চমকে দেন নেটিজেনদের। সম্প্রতি বেনারসি শাড়িতে ধরা দিয়েছেন জয়া। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। তাতে দেখা যায়, নদীর ঘাটে দাঁড়ানো অভিনেত্রী জয়া আহসান। সিঁড়িতে আবির ফেলা। অন্য ছবিতে নদীর জলে পা ডুবাতেও দেখা যায় জয়াকে। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখ, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।”
আরো পড়ুন:
জয়ার ‘বাগান বিলাস’
বিয়ে করে সংসার করেছি, সেটার স্বাদও নিয়েছি: জয়া
জয়াকে এমন লুকে দেখে নেটিজেনরা নানা ধরেনের মন্তব্য করছেন। একজন লেখেন, “দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার।” আরেকজন লিখেছেন, “শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা।” বিস্ময় প্রকাশ করে অন্য একজন লেখেন, “সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।”
নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা। সম্প্রতি সেখানে যোগ দিতে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আহস ন
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।