মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার ও অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ওপার বাংলাতেও রয়েছে জয়ার সুখ্যাতি। সেখানেও পেয়েছেন সম্মাননা। স্যোশাল মিডিয়াতে সরব জয়া নিয়মিত ছবি পোস্ট করে চমকে দেন নেটিজেনদের। সম্প্রতি বেনারসি শাড়িতে ধরা দিয়েছেন জয়া। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। তাতে দেখা যায়, নদীর ঘাটে দাঁড়ানো অভিনেত্রী জয়া আহসান। সিঁড়িতে আবির ফেলা। অন্য ছবিতে নদীর জলে পা ডুবাতেও দেখা যায় জয়াকে। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখ, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।”
আরো পড়ুন:
জয়ার ‘বাগান বিলাস’
বিয়ে করে সংসার করেছি, সেটার স্বাদও নিয়েছি: জয়া
জয়াকে এমন লুকে দেখে নেটিজেনরা নানা ধরেনের মন্তব্য করছেন। একজন লেখেন, “দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার।” আরেকজন লিখেছেন, “শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা।” বিস্ময় প্রকাশ করে অন্য একজন লেখেন, “সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।”
নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা। সম্প্রতি সেখানে যোগ দিতে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আহস ন
এছাড়াও পড়ুন:
সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক
সাভারে সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সাবেক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা। পরে সেলফি পরিবহনের আরও পাঁচটি বাস আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ২০ এর দিকে সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে শামসুল মোল্লা (৭০)। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শ্রীপুর(গাজীপুর) উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আটককৃত বাসের চালক হলেন, ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে আব্দুল করিম (৪৫)।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছুদিন আগেই তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন। তার পাওনাদি নেওয়ার জন্যেই তিনি আজ গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা এসেছি। আইনগত প্রক্রিয়া চলমান।”
ঢাকা/সাব্বির/এস