নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ '৯৮ বন্ধুত্বের ২৭ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাষারার লা-ভিস্তা রুফটপ রেস্টুরেন্ট কেক কেটে এই উৎসব উৎযাপন করে সকল বন্ধুরা। অনুষ্ঠানের ভাষা শহীদ ও মৃত বন্ধুদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আড্ডা, ছবি তোলা, পুরনো স্মৃতিচারন, খুশগল্পে মেতে উঠে তারা। এ যেন ১৯৯৮ সালে ফিরে যাওয়ার মত ঘটনা।   

দীর্ঘ ২৭ বছর পর তাদের আয়োজনে আবেগে আপ্লত হয়ে পরে অনেকে। আয়োজনের উদ্যোক্তা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেউ কেউ। আড্ডার ফাকে চলে খাওয়াদাওয়া। এভাবেই চলতে থাকে রাত-১০টা পর্যন্ত।

 

এক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু মোঃ এ এইচ আশু বলেন, দীর্ঘ ২৭ বছর পর আজই প্রথমবারের মত একত্রিত হয় ফতুল্লা পাইলট স্কুলের এস.

এস.সি-১৯৯৮ সালের শিক্ষার্থীরা। সব বন্ধু একত্রিত হয়ে ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।

 

আরেক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু মোঃ শরিফুল ইসলাম তুষার বলেন, অনেক উৎসাহ নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারসহ বিভিন্ন স্থান থেকে এসেছে বন্ধুরা। জ্যাম ঠেলে অনেকের বাসায় পৌঁছতে রাত-১ টা বেজে গেলেও তাদের মধ্যে কোন কষ্ট অনুভব হয়নি।

 

প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু শহিদুল ইসলাম মুন্সি বলেন, অনেক ভালো একটা অনুষ্ঠান করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

 

আরেক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু রাজিয়া আক্তার লাবন্য বলেন, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের একটা দিন। আজ আমরা ২৭ বছর পর অনেককেই দেখলাম। দীর্ঘ এত বছর পর পুরনো বন্ধুদের নতুন করে পাওয়ার স্মৃতি অনেক বেশি আনন্দ যুগিয়েছে আমাদের।  

 

বিদেশে অবস্থান করা ৯৮ এর বন্ধু খালিদ হোসেন সুমন হোয়াটসঅ্যাপে বলেন, অনুষ্ঠানে না থাকতে পেরে নিজেকে খুব অসহায় লাগছে। মন চাচ্ছিল সকল বাঁধা অতিক্রম করে সবার সাথে আনন্দে মিলিত হই।  

 

এ সময় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার শাপলা, রোকেয়া ইসলাম বন্যা, মমতাজ বেগম, ফাতেমা সুলতানা মনি, ফারহানা রহমান পপি, নাজমা আক্তার, ফাতেমা তুজ জোহরা লেসমী, কামরুন নাহার কলি, নাজমা রহমান মলি, কামরুন নাহার নাসরিন, শারমিন সুলতানা শম্পা, আমেনা বেগম, ওমর ফারুক, সালাহ উদ্দিন সোহেল, নুরুজ্জামান খান রাসেল, মোহাম্মদ মোহসীন, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, নুরুল আমিন, এছহাক আলী, মাহামুদুল ইসলাম শাকিল, মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, রিমেন বড়ুয়া, কামাল উদ্দিন, তসনিম আহমেদ রাসেল,  শরিফ হোসেন টুটুল, ডাঃ কামরুল হাসান সরকার, মজিবুল হায়দার সুজন, জাকির হোসেন, ডাঃ সাইফুদ্দিন মিলন, রমজান আলী, রুহুল আমিন, শফিকুল ইসলাম, শফিউর রহমান সেলিম, শাহিন আহমেদ দিপু, মইনুল ইসলাম সুমন, ইয়াছিন শেখ, মোঃ আল আমিন আলী, মনিরুল ইসলাম মান্নান, পংকজ দাস, নাসির উদ্দিন জুম্মন, শাহাদাৎ হোসেন, মাহাবুবুর রহমান পাপ্পু, আল ইমরান উপল, সিরাজুল ইসলাম অয়ন, শৈলেন দাস, ইমতিয়াজ জনি, ইব্রাহিম খলিল, কাওছার বিন মাহমুদ, মোঃ খায়রুল আলম, আল আমিন, জানে আলম, মোঃ সুমন, সেলিম মিয়া, মঞ্জুর ইসলাম সুজন, মোঃ মুন্না প্রমুখ।


বিদেশ থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন, মোহাম্মদ রায়হান সোহেল, খোরশেদ ফারুক পিয়াল প্রমুখ।

 
অনুষ্ঠানে এ্যডমিন প্যানেলের পক্ষ থেকে সকলের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন গ্রুপ এ্যডমিনবৃন্দ। সকল এ্যডমিনবৃন্দের পক্ষে শুভেচ্ছা স্বারক খরচ বহন করে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বন্ধু শফিকুল ইসলাম সুমন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ন র রহম ন ল ইসল ম বছর পর ল আম ন আনন দ

এছাড়াও পড়ুন:

যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ

একসময় ইংলিশ ফুটবলের রাজা তারাই ছিল। ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ পর্যন্ত তো বলতে গেলে লিভারপুলেরই একচ্ছত্র আধিপত্য ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে। তখন অবশ্য নামটা প্রিমিয়ার লিগ ছিল না, ছিল প্রথম বিভাগ লিগ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর থেকে যেন লিভারপুলের দুর্ভাগ্যের শুরু। প্রথম বিভাগ যুগে ১৮টি লিগ জেতা লিভারপুল প্রিমিয়ার লিগ যুগে এসে জিততেই ভুলে গেল!

প্রিমিয়ার লিগে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের একচ্ছত্র রাজত্ব। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ১৩বার লিগ জিতে ইউনাইটেডের মোট লিগ শিরোপা হয়ে গেল ২০টি। লিভারপুলকে পেরিয়ে তারা হয়ে গেল ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব।

ইউনাইটেডের সেই আধিপত্যও শেষ হলো ২০১৩ সালে ফার্গুসনের অবসরের পর। কিন্তু রাজত্ব ফিরে পেল না লিভারপুল। ইংলিশ ফুটবলের নতুন রাজা হয়ে ওঠল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীন সর্বশেষ সাত মৌসুমে ছয়বার শিরোপা জিতে সিটি একের পর এক নতুন রেকর্ড গড়তে থাকল।

আরও পড়ুনলাল সমুদ্রে গোল উৎসবে চ্যাম্পিয়ন লিভারপুল১১ ঘণ্টা আগে

মাঝে ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিভারপুল পেল ইংলিশ লিগের শিরোপার স্বাদ। তবে পৃথিবী তখন করোনা মহামারি চলছে। শিরোপা উৎসব হলো না লিভারপুলের মনের মতো।

এবার আর্নে স্লটের অধীন প্রথম মৌসুমেই আবার চ্যাম্পিয়ন লিভারপুল। সেটাও কী রাজকীয়ভাবে! চার ম্যাচ হাতে রেখে, নিজেদের মাঠ অ্যানফিল্ডে, ভরা গ্যালারির সামনে। লিভারপুলের এটি ২০তম লিগ শিরোপা, ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে তারাও এখন ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।

ইতিহাস গড়া এই ট্রফি জেতার পর কী বলছেন লিভারপুলের খেলোয়াড়েরাকোডি গাকপোর উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • চ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না
  • বিশ্বের বড় বড় উৎসব কোথায় হয়
  • প্রাগে পুরস্কৃত ‘নট আ ফিকশন’,অনলাইনে মুক্তি ১ মে
  • ফসলের ক্ষেতে আশার আলো
  • কানে ‘আলী’, দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
  • এবার লন্ডনে পুরস্কার জিতল ‘প্রিয় মালতি’
  • আকাশ থেকে ঝরে পড়ছে চকলেট
  • যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ