প্রেম, আকাঙ্ক্ষা ও আত্ম-আবিষ্কার নিয়ে নরওয়েজিয়ান চলচ্চিত্র ‘ড্রিমস (সেক্স লাভ)’। গতকাল শনিবার রাতে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণ ভালুক’ জিতেছে সিনেমাটি। মার্কিন পরিচালক টড হেইনসের নেতৃত্বে জুরিবোর্ড পরিচালক ড্যাগ জোহান হাউগেরুডের সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেন।
১০ দিন ধরে চলা উৎসবের সমাপনী দিনে এটি ছাড়াও বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ভালুক’ পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারোর ‘দ্য ব্লু ট্রেইল’। আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের ‘দ্য মেসেজ’ জুরি পুরস্কার জিতেছে।
১৯৯০-এর দশকের দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত ‘লিভিং দ্য ল্যান্ড’ ছবির জন্য হুও মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
মেরি ব্রনস্টাইন পরিচালিত ‘ইফ আই হ্যাভ লেগস, আই’ড কিক ইউ’ ছবিতে একজন অভিভূত মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রোজ বাইর্নকে সেরা প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন।
রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিতে সুরকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট।
এ ছাড়া উৎসবে সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়েছেন ব্রিটিশ তারকা টিলডা সুইনটন।
১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের বার্লিনাল। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল ১৯টি চলচ্চিত্র।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর চ ল র জন য ন পর চ
এছাড়াও পড়ুন:
দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে বুধবার কলকাতায় পৌঁছেছেন। বিকেলে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা জানান এইমসের পরিচালক রামজি সিং। অনুষ্ঠানে রাষ্ট্রপতি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
সন্ধ্যা ছয়টার দিকে রাষ্ট্রপতি যান দক্ষিণেশ্বর কালীমন্দিরে। সেখানে কালীমন্দিরে পূজা অর্চনা করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর কন্যা ইতিশ্রী মুর্মু।
দক্ষিণেশ্বর কালীমন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও রামকৃষ্ণদেবের বংশধর কৌশিক চক্রবর্তী রাষ্ট্রপতির হাতে মন্দিরে নিবেদিত পদ্মফুল ও প্রসাদ তুলে দেন। পরে রাষ্ট্রপতি রামকৃষ্ণদেবের বসতঘর পরিদর্শন করে রাজভবনের উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ঝাড়খন্ড রাজ্যের দেওঘরে যাবেন। সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস), দেওঘরের প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেবেন। এ প্রতিষ্ঠানেও এই প্রথমবার সমাবর্তনের আয়োজন করা হয়েছে।