রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজিকাটা গ্রুপের’ প্রধান সহযোগী ও কিশোর গ্যাং লিডার মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। একই সঙ্গে কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার হোসেন ওরফে কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী মো. রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত ওরফে রাফাতসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সাভারের হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং এলাকার একটি ভবন এবং রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন সাকিব মৃধা (২২), মো.

রিয়াজ সরদার (২১), মো. শাকিল (২৫), মো. মনিরুল হাসান ওরফে গুটি হাসান (২৫), মো. সুমন হক (২৪) এবং মো. লামিম।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৪টি সামুরাই, ৪টি চাপাতি, ২টি ছুরি, ২ টি চায়নিজ কুড়াল, ২টি হাতুড়ি, ৪৫০টি ইয়াবা, নগদ ৬ লাখ ৭৬ হাজার ৯০০ টাকা, মাদকদ্রব্য পরিমাপ করার একটি ডিজিটাল স্কেল, ১৩টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের নির্দেশে গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তারা সাধারণত দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করত। রাত গভীর হলেই বাসাবাড়ি, ফ্ল্যাটে এবং গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নিত।

আরও পড়ুন‘কবজিকাটা’ বাহিনীর প্রধান আনোয়ারসহ গ্রেপ্তার ৩: র‍্যাব১৮ ফেব্রুয়ারি ২০২৫

এর আগে ১৮ ফেব্রুয়ারি কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেন ওরফে কবজিকাটা আনোয়ার এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ম হ ম মদপ র কবজ ক ট ন ওরফ সহয গ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ