রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ থেকে সহকারী জজ ২৫ জন
Published: 25th, February 2025 GMT
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ব্যাচ থেকেই সহকারী জজ হয়েছেন ২৫ জন। তিনটি বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান আইন বিভাগের ৪০তম ব্যাচের এই শিক্ষার্থীরা। এই ৪০তম ব্যাচ থেকে দুটি বিজেএস পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছিলেন। ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন নুসরাত জেরিন জেনী এবং ১৫তম বিজেএসে প্রথম হয়েছিলেন আশিক-উজ-জামান।
আরও পড়ুনবাংলাদেশি চিকিৎসক ও নার্সদের আয়ারল্যান্ডে ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষা তিনটি ২৩ ফেব্রুয়ারি ২০২৫৪০তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৫তম বিজেএস পরীক্ষায় এই ব্যাচ থেকে নিয়োগ পেয়েছিলেন তিনজন। এরপর সংখ্যাটি বাড়তে থাকতে। ১৬তম বিজেএস পরীক্ষায় এই ব্যাচ থেকে সহকারী জজ হন ১০ জন এবং সর্বশেষ গত রোববার প্রকাশিত ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে এই ব্যাচের ১২ শিক্ষার্থী সহকারী জজ পদে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ১৬তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ১০৪ জনের মধ্যে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই ৪০তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনী।
আরও পড়ুনডেসকোতে ৬১ পদে চাকরি, আবেদন করেছেন কি ২ ঘণ্টা আগেএর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত ১৫তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ১০৩ জনের মধ্যে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী আশিক-উজ-জামান।
আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪০তম ব য চ র আইন ব ভ গ র ব জ এস প প রথম সহক র
এছাড়াও পড়ুন:
২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
যথারীতি ২০২৬ সালের এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছে ক্রিকেট ইভেন্ট। জাপানের আয়চি-নাগোয়া অঞ্চলে ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমসে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। আয়চি প্রিফেকচারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি।
সোমবার (২৮ এপ্রিল) নাগোয়া সিটি হলের ৪১তম (আইনগক) বোর্ড সভায় ক্রিকেট ও মিক্সড মার্শাল আর্টসকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ওসিএ।
এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হলো। এর আগে ২০১০ সালে চীনের গুয়াংজু ও ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইভেন্ট। যদিও সেগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে ২০২৩ সালে চীনের হাংজুতে ক্রিকেট ফেরার পর সেই আসরের ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আরো পড়ুন:
সাকিবের আগে মিরাজের অসাধারণ ডাবল
মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে জিম্বাবুয়ে
২০২৩ সালের আসরে পুরুষ বিভাগে সোনা জেতে ভারত, রৌপ্য আফগানিস্তান ও ব্রোঞ্জ পায় বাংলাদেশ। নারী বিভাগেও ভারত ও বাংলাদেশ যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জেতে। আর রৌপ্য পায় শ্রীলঙ্কা। এছাড়াও দুই বিভাগে অংশ নেয় পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, জাপান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
অন্যদিকে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে ছয়টি দল অংশ নেবে। তবে এখনো সেই প্রতিযোগিতার জন্য বাছাই প্রক্রিয়া কেমন হবে তা স্পষ্ট করা হয়নি।
ঢাকা/আমিনুল