গাজীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১ একর বন
Published: 25th, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক একর সংরক্ষিত শাল-গজারি বন পুড়ে গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর সদর বিটের গাজিয়ারণ মৌজা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের গাছপালা, লতা-গুল্ম, কীটপতঙ্গ এবং ছোট ছোট চারা গাছ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝেই দুর্বৃত্তরা সংরক্ষিত বনে আগুন ধরিয়ে দেয়। এতে গাছের চারা, প্রাণি এবং প্রকৃতির অন্যান্য উপাদান ধ্বংস হচ্ছে। এই আগুনের ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং বন্য প্রাণির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তবে, জনবল সংকটের কারণে বিভিন্নস্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাতাসের কারণে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বন রক্ষায় কাজ করছি। দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।’’
ঢাকা/রফিক/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।