পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে বাবা-মাকে হারানো ছোট্ট দিপুর পরিবারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় পরিবারটির দায়িত্ব নেয়ার ঘোষণা দেন তিনি। 

দিপুদের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামে। সেখানে অন‌্যের জমিতে বাস করেন তারা। বড়ভাই দীপন ও পরিতোষই এখন তার অভিভাবক।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বরের ঘটনা। সেদিন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দিরে ছিল সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া উৎসব। তিন বছরের দিপু ওই উৎসবে যেতে বাবা-মায়ের সঙ্গে রওনা হয় করতোয়া নদীর আউলিয়া ঘাটের দিকে। ঘাটের অপরপ্রান্তেই বদেশ্বরী মন্দির। কিন্তু মন্দিরে পৌঁছার আগেই সেদিন ঘটে এক বিরাট বিপর্যয়। শতাধিক যাত্রী নিয়ে করতোয়ার বুকে তলিয়ে যায় নৌকা। 

এ ঘটনায় মৃত‌্যুপুরী হয় করতোয়ার পাড়। অলৌকিকভাবে বেঁচে ফেরে ছোট্ট দিপু। একদিন পর তার মা রূপালী রানীর লাশ মেলে। একইভাবে প্রায় দেড়মাস পর পাওয়া যায় তার বাবা ভূপেন্দ্রনাথ রায়ের লাশও। 

জামায়াতের আমির বক্তব্যে বলেন, “নৌকাডুবিতে ৭২ জনের প্রাণহানি হয়েছিল। আমরা আমাদের সাধ্যমত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার চেষ্টা করেছিলাম। তখন এই ছোট্ট দিপুকে কোলে নেয়ার সুযোগ হয়েছিল। আমরা চেয়েছিলাম সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার দায়িত্ব আমরা নেব। পরে আমি দেখলাম এই এলাকার তৎকালীন সংসদ সদস্য ও প্রভাবশালী মন্ত্রী ও তার স্ত্রী দিপুর দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে। আমি খুশি হয়েছিলাম।”

তিনি বলেন, “আজকে দিপুর ভাই পরিতোষকে জিজ্ঞেস করে জানলাম তারা মাঝে মধ্যে জামকাপড় দেওয়া ছাড়া কোন অর্থনৈতিক সহযোগিতা করেননি। অর্থ ছাড়া দিপু খাবে কী? তার পড়ালেখার কী হবে? আলহামদুলিল্লাহ আজকে দিপুকে আবার কোলে নিয়েছি। এই দিপু যতদিন প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের কাছে প্রতিমাসের ১ তারিখে এসে হাজির হব।”

এ সময় দিপু, তার বড়ভাই পরিতোষ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, জামায়াত নেতা ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, তোফায়েল প্রধান, পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, পঞ্চগড় জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সেই নৌকাডুবিতে ৭২ জনের প্রাণহানি হয়। এর মধ্যে ৭১ জনই ছিলেন হিন্দু ধর্মের। ঘটনার পরদিন জামায়াতের আমির ডা.

শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং প্রত্যেক নিহতের জন্য ৩০ হাজার টাকা করে অর্থসহায়তা দেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৬ এপ্রিল আবারও পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে আরও পাঁচ হাজার টাকা করে সহায়তা দেন।

ঢাকা/নাঈম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ম য় ত র আম র র রহম ন পর ব র করত য়

এছাড়াও পড়ুন:

জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত সেই ‘ইত্যাদি’ শুক্রবার

শুক্রবার ছুটির দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তাঁর প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চের সামনে কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। পাশাপাশি সংকলিত ‘ইত্যাদি’তে অন্য পর্বের কিছু অংশও দেখানো হবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, আলোচিত এই ‘ইত্যাদি’তে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন মেহেদী।

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত সেই ‘ইত্যাদি’ শুক্রবার
  • নিট রিজার্ভও ২২ বিলিয়ন ডলার ছাড়াল
  • ভিটামিনসমৃদ্ধ ভোজ্যতেল পাওয়ায় বাধা খোলা ড্রাম