আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল এবং সহনীয় রাখার জন্য নারায়নগঞ্জ শহরের অন্যতম দিগুবাবু বাজারে ব্যবসায়ীদের সাথে কনজুমার আসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়নগঞ্জ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে শহরের দিগুবাবুর বাজারে মায়ের দোয়া পানের আড়তে এই সভা অনুষ্ঠিত হয়।

ক্যাব নারায়নগঞ্জ’র জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের  সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। দিগুবাবু বাজারের কাচাবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাহেদ হোসেন, সহ সভাপতি রবিউল ইসলাম রনি, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিন মিয়া, মাংস ব্যবসায়ী সংগঠনের নেতা হেলাল মিয়া, মুদি ব্যবসায়ীদের পক্ষে মনসুর, পেঁয়াজ ব্যবসায়ীদের পক্ষে রিপন, সবজি ব্যবসায়ীদের পক্ষে হারাধন সাহা, খেজুর ব্যবসায়ীদের পক্ষে আতাউর রহমান সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ক্যাব নারায়নগঞ্জের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, সদস্য শফিক আহমেদ। 

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে দ্রব্য মুল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে তারা সর্বোচ্চ সহযোগিতা  করবেন বলে আশ^স্থ করেন। এবং ক্রেতারা যাতে প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। এক প্রশ্নের জবাবে তারা বলেন, একজন ক্রেতা তার যতটুকু প্রয়োজন ততটুকু পণ্য কিনতে পারবেন। আধা কেজি পণ্য চাইলে ক্রেতার সঙ্গে খারাপ ব্যবহার যাতে না করা হয় আমরা খুচরা ব্যবসায়িদের সতর্ক করে দিবো। এরপরও এ ধরনের ঘটনা ঘটলে অভিযুক্ত ব্যবসায়িদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিলে আমাদের কোন আপত্তি থাকবে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, আমরা কোন ব্যবসায়িদের হয়রানী করতে চাই না। ব্যবসায়িরা নির্বিঘ্নে তাদের ব্যবসা করবে। শুধু আইনের ব্যত্যয় ঘটলে তাকে জরিমানায় পড়তে হবে। এজন্য ব্যবসায়িরা প্রতিদিন মূল্য তালিকা প্রদর্শণ করবেন দৃশ্যমান জায়গায়। মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করবেন না। মূল্যের তালিকার বাইরে অতিরিক্ত দাম ও ওজনে কম দিয়ে ভোক্তাদের প্রতারিত করবেন না। রমজানে যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়নগঞ জ করব ন

এছাড়াও পড়ুন:

২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।

নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।

এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা
  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন