আসন্ন রমজান উপলক্ষে দিগুবাবুর ব্যবসায়ীদের সাথে ক্যাবের মতবিনিময়
Published: 27th, February 2025 GMT
আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল এবং সহনীয় রাখার জন্য নারায়নগঞ্জ শহরের অন্যতম দিগুবাবু বাজারে ব্যবসায়ীদের সাথে কনজুমার আসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়নগঞ্জ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে শহরের দিগুবাবুর বাজারে মায়ের দোয়া পানের আড়তে এই সভা অনুষ্ঠিত হয়।
ক্যাব নারায়নগঞ্জ’র জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। দিগুবাবু বাজারের কাচাবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাহেদ হোসেন, সহ সভাপতি রবিউল ইসলাম রনি, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিন মিয়া, মাংস ব্যবসায়ী সংগঠনের নেতা হেলাল মিয়া, মুদি ব্যবসায়ীদের পক্ষে মনসুর, পেঁয়াজ ব্যবসায়ীদের পক্ষে রিপন, সবজি ব্যবসায়ীদের পক্ষে হারাধন সাহা, খেজুর ব্যবসায়ীদের পক্ষে আতাউর রহমান সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ক্যাব নারায়নগঞ্জের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, সদস্য শফিক আহমেদ।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে দ্রব্য মুল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ^স্থ করেন। এবং ক্রেতারা যাতে প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। এক প্রশ্নের জবাবে তারা বলেন, একজন ক্রেতা তার যতটুকু প্রয়োজন ততটুকু পণ্য কিনতে পারবেন। আধা কেজি পণ্য চাইলে ক্রেতার সঙ্গে খারাপ ব্যবহার যাতে না করা হয় আমরা খুচরা ব্যবসায়িদের সতর্ক করে দিবো। এরপরও এ ধরনের ঘটনা ঘটলে অভিযুক্ত ব্যবসায়িদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিলে আমাদের কোন আপত্তি থাকবে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, আমরা কোন ব্যবসায়িদের হয়রানী করতে চাই না। ব্যবসায়িরা নির্বিঘ্নে তাদের ব্যবসা করবে। শুধু আইনের ব্যত্যয় ঘটলে তাকে জরিমানায় পড়তে হবে। এজন্য ব্যবসায়িরা প্রতিদিন মূল্য তালিকা প্রদর্শণ করবেন দৃশ্যমান জায়গায়। মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করবেন না। মূল্যের তালিকার বাইরে অতিরিক্ত দাম ও ওজনে কম দিয়ে ভোক্তাদের প্রতারিত করবেন না। রমজানে যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়নগঞ জ করব ন
এছাড়াও পড়ুন:
শ্রম আইনের সংশোধন কবে হবে, তা বলছে না শ্রম মন্ত্রণালয়
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ কবে হবে, সে বিষয়ে আর সময়সীমার কথা বলছে না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত নভেম্বর মাসে এই মন্ত্রণালয় বলেছিল, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এ অধ্যাদেশ হবে। মার্চ শেষে এপ্রিলও শেষ হচ্ছে আজ বুধবার।
সচিবালয়ে আজ ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংবাদ সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আইন সংশোধনীর ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে নন তিনি। শ্রমিক–মালিকদের স্বার্থ রক্ষাসহ শিগগিরই তা করা হবে। বিষয়টি এখন কোন প্রক্রিয়ায় আছে, তা বলতে রাজি হননি শ্রম উপদেষ্টা।
শ্রম উপদেষ্টা বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। তিনি আরও বলেন, ‘একসময় স্লোগান ছিল দুনিয়ার মজদুর, এক হও।’ এখন তা বদলে গেছে। এখন হবে ‘দুনিয়ার মালিক-শ্রমিক, এক হও’। এখন ভালো মালিকেরা শ্রমিকদের সন্তানের মতো মনে করেন।
প্রস্তাবিত অধ্যাদেশে ১০১টি ধারা ও উপধারা সংশোধন হবে। সুইজারল্যান্ডের জেনেভায় ১০ থেকে ২০ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।
আইএলওর বৈঠকে যোগ দিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যে দলটি জেনেভা সফর করে, সেখানে শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর, যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সরকার ও শ্রম উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ছিলেন।
এর আগে গত বছরের ১০ নভেম্বর তৎকালীন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান আইএলওর গভর্নিং বডির বৈঠক থেকে দেশে ফিরে সাংবাদিকদের জানিয়েছিলেন, মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে। উপদেষ্টা তখন এ–ও বলেছিলেন, আগের সরকারের আইনমন্ত্রীর (আনিসুল হক) নেতৃত্বাধীন দলকে আইএলও পর্ষদে অপদস্থ করা হয়েছিল। অথচ এবারের চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশের পদক্ষেপগুলো নিয়ে বরং প্রশংসা করা হয়েছে। কয়েকটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে হওয়া মামলাগুলো তুলে নেওয়ার কথাও বলেছিল।
জানা গেছে, শ্রম অধিকার বাস্তবায়নে ঘাটতির অভিযোগ এনে জাপানসহ ছয়টি দেশের পক্ষ থেকে আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাগুলো চলমান।
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিক রয়েছে। এদিকে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদকে (টিসিসি) শ্রমিকপক্ষ জানিয়েছে, আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে প্রধানত পোশাক খাতের শ্রমিকদের কথা বিবেচনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মে দিবস আর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ–স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেওয়া হবে পুরস্কার।