ঝিনাইদহের শৈলকূপায় পাওনা দুই হাজার  টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (১ মার্চ) সকালে উপজেলার রয়েড়া গ্রামে ঘটনাটি ঘটে। শৈলকূপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রয়েড়া গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে মুসার সমর্থক আকমল পাওনা দুই হাজার টাকা চান মোকাদ্দেসের সমর্থক সুজনের কাছে। এ নিয়ে দুইজনের কথা-কাটাকাটি হয়।

আরো পড়ুন:

হাতিয়ায় ঘাট দখল নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, নারীসহ আহত ১০

বরগুনায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ

এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, “আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এখনো কাউকে আটক করা যায়নি। থানায় কোনো অভিযোগও আসেনি।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত সেই ‘ইত্যাদি’ শুক্রবার

শুক্রবার ছুটির দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তাঁর প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চের সামনে কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। পাশাপাশি সংকলিত ‘ইত্যাদি’তে অন্য পর্বের কিছু অংশও দেখানো হবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, আলোচিত এই ‘ইত্যাদি’তে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন মেহেদী।

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ