ছোটদের মিষ্টি হাসি মন যেমন ভরায়, তেমনই তাদের হঠাৎ অদ্ভুত আবদারে বেশ অসহায়ও লাগে। ‘টডলার’ বয়স অর্থাৎ ১ থেকে ৩ বছর বয়সী অনেক শিশুই হঠাৎ করে জামাকাপড় নিয়ে সচেতন হয়ে পড়ে। নিজের পছন্দের পোশাক পরা, একই পোশাক দিনের পর দিন পরতে চাওয়ার মতো নানা বিপত্তি দেখা যায়। দুদিন আগেও যে শিশুকে যা দিয়েছি, সেটাই পরেছে; হঠাৎ এক সকালে সে আর নতুন পোশাক পরবে না। নানা অনুনয়-বিনয়, এমনকি ‘হুমকি’ দিয়েও তাকে নতুন কাপড় পরানো যাচ্ছে না। সন্তান বড় করা অনেক মা-বাবাকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এমন পরিস্থিতিতে মা-বাবারা চিন্তিত হয়ে পড়েন, কেউ কেউ সন্তানকে মেরেও বসেন।

মা–বাবার সঙ্গে রিশান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ