ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ছোট্ট গ্রাম বীরহুলিতে আমার বাড়ি। ছোটবেলায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতাম। খেলাধুলার ব্যাপারে বাধা না দিলেও খেলাকে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে বাড়িতে আপত্তি ছিল। তাই স্কুলের গণ্ডি পেরোনোর পর মাথা থেকে খেলার ভূত নামাতে হয়। কলেজ আর বিশ্ববিদ্যালয়জীবনেও আর খেলার মাঠে ফেরা হয়নি। তবে খেলোয়াড় না হতে পারার আক্ষেপ সব সময়ই আমাকে পোড়াত।

২০০৮ সালের দিকে আমার সঙ্গী হয় সাইকেল। ভ্রমণ বরাবরই পছন্দ, তাই সাইকেল নিয়ে বিভিন্ন গ্রুপের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বেড়াতাম। পাহাড়-পর্বতে ট্রেকিংয়েও যেতাম। বেড়ানোর পাশাপাশি আমরা কয়েকজন আবার সাইকেল র‍্যালি, দল বেঁধে ট্রেকিংয়ের আয়োজন করতাম। সেই ধারাবাহিকতায় ২০১৬ সালের শুরুর দিকে ঢাকায় উইমেন্স ম্যারাথনের আয়োজন করলাম। অনেকটা কৌতূহলবশেই প্রতিযোগী হিসেবে নিজেও নাম লেখালাম। শেষ মুহূর্তে সংশয়, অনেক দিন ধরে খেলাধুলার মধ্যে নেই, এত দূর দৌড়াতে পারব তো। ম্যারাথনে আর অংশ নেওয়া হলো না। তবে অগ্রগতি কিছুটা হলো, একই বছরের ডিসেম্বরে দিনাজপুরে হাফ ম্যারাথনে প্রথমবার এত লম্বা দৌড় প্রতিযোগিতায় অংশ নিলাম। মাত্র আড়াই ঘণ্টায় দৌড় শেষ করে মনে হলো—আরে দৌড়ানো তো বেশ সহজ!

আরও পড়ুনবুয়েটে প্রথম তোফায়েল বললেন, সময়ের দিকে তাকাইনি২৭ ফেব্রুয়ারি ২০২৫দেশ–বিদেশের ম্যারাথনে অংশ নেন সিফাত ফাহমিদা নওশিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ