প্রয়োজনীয় জনবল সংকটে রাউজানের প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সহকারী শিক্ষা কর্মকর্তার ৭টি পদও শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৬ জন কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন।
এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানের প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নকাজ থমকে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনীত ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজের মধ্যে রয়েছে ৩৪টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, ৪০টি বিদ্যালয়ের নতুন ভবন ও বর্ধিত শ্রেণিকক্ষ নির্মাণকাজ। 
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় প্রতিটি বিদ্যালয় চলছে দু’জন-তিনজন শিক্ষক দিয়ে। সরেজমিন দেখা যায়, উপজেলার বৃক্ষভানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র ৩ জন। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৭৩ জন। পাঁচটি ক্লাস সামলাতে হিমশিম তিন শিক্ষক। হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন মাত্র চারজন শিক্ষক। এ বিদ্যালয়ে ৮ জন শিক্ষকের পদ থাকলেও বাকিগুলো খালি। গর্জনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ৩ জন শিক্ষক দিয়ে। ডাবুয়া হিঙ্গলা ফজলুর কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন। এই বিদ্যালয়ে ৫ জন শিক্ষক থাকলেও, প্রধান শিক্ষক নেই। ৮ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শিবু প্রসাদ দাশ।
জানা যায়, সরকারি উন্নয়ন বরাদ্দে যেসব বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজ চলছিল, সেটাও অনেকটা স্থবির। গত ৫ আগস্ট সরকার পতনের পর কাজ ফেলে পালিয়েছেন প্রায় ঠিকাদার।  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানের প্রায় উন্নয়ন প্রকল্পের কাজ পেতেন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনীত ঠিকাদার। অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজের মধ্যে রয়েছে ৩৪টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, ৪০টি বিদ্যালয়ের নতুন ভবন ও বর্ধিত শ্রেণিকক্ষ নির্মাণকাজ। প্রকৌশল বিভাগের লোকজন বলেছেন মূল ঠিকাদার কাজ না করে কমিশনের চুক্তিতে কাজ করতে দিয়েছে উপ-ঠিকাদারকে। অনভিজ্ঞ ঠিকাদার হওয়ায় অনেকে ঠিক সময়ে কাজে হাত দিতে পারেনি। 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম সমকালকে বলেন, ‘অসমাপ্ত অবস্থায় থাকা কিছু উন্নয়ন কাজ ঠিকাদারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বিকল্প পন্থায় করা হচ্ছে। কিছু কাজ করা যাচ্ছে না স্থানীয়দের মধ্যে কোন্দল ও ভূমি সংক্রান্ত জটিলতায়।’
রাউজানে শূন্য পদ নিয়ে সমস্যা হওয়ার কথা স্বীকার করে সদ্য অবসরে যাওয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস সমকালকে বলেন, ‘চলমান সংকটের মধ্যে চলতি বছর আরও অনেক শিক্ষককের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তারা চলে যাবেন অবসরে। নতুন করে শিক্ষক নিয়োগ না দেওয়ায় সংকট আরও বাড়তে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র উপজ ল

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে