ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’।

‘জওয়ান’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউড পা রাখেন অ্যাটলি। সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন এই নির্মাতা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি। তবে পরিচালকের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সিয়াসাত ডটকম জানিয়েছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি কুমার। কিন্তু এ নির্মাতা তার পারিশ্রমিক বাড়িয়ে নতুন সমস্যার জন্ম দিয়েছেন। অ্যাটলি ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক চেয়েছেন। এই পরিচালকের এমন চাহিদায় বিস্মিত প্রযোজকরা, দ্বিধান্বিতও তারা!

‘পুষ্প টু’ সুপারহিট হওয়ার পর আল্লু অর্জুনও তার পারিশ্রমিক বাড়িয়েছেন। ফলে নায়ক-পরিচালকের পারিশ্রমিক মোট বাজেটের বড় অংশ। যার কারণে প্রযোজকরা খরচ নিয়ে চিন্তিত। দক্ষিণী সিনেমার কয়েকজন প্রযোজক প্রথমে আগ্রহী ছিলেন। কিন্তু নাম ঠিক না হওয়া সিনেমাটির বাজেট বড় হওয়ায় তারা পিছিয়ে আসছেন। যদিও এটি ‘হিট’ হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এত অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কয়েক দিন আগে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন অ্যাটলি। ‘অ্যাটলি৬’ বা ‘এ৬’ সিনেমায় ভিন্ন একটি জগৎ তৈরি করার পরিকল্পনা করেছেন এই পরিচালক। ৫০০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি ১৭ লাখ টাকার বেশি) বিশাল বাজেটে নির্মিত হবে সিনেমাটি। আর এতে অভিনয় করবেন সালমান খান ও রজনীকান্ত। এরই মধ্যে ভারতের এই দুই তারকার সঙ্গে কথাও বলেছেন পরিচালক অ্যাটলি কুমার।

তবে সিয়াসাত ডটকম দাবি করেছেন, বাজেট বড় হওয়ায় এ সিনেমার কাজ থমকে গেছে। আপাতত আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণের কাজ সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন অ্যাটলি। যদিও সিনেমাটির বাজেট নিয়ে দর-কষাকষি চলছে!

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’

রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।

গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’

এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।

আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’