প্রবীণবিষয়ক দপ্তরে ৮০ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের
Published: 6th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রবীণবিষয়ক দপ্তর ৮০ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। রয়টার্সের হাতে আসা দপ্তরটির একটি অভ্যন্তরীণ নোট (মেমো) থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের সমালোচনা করেছেন সামরিক বাহিনীর প্রবীণ সদস্য ও ডেমোক্র্যাটরা।
প্রবীণবিষয়ক দপ্তরের চিফ অব স্টাফ ক্রিস্টোফার সায়রেক গত মঙ্গলবার দপ্তরটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের দাপ্তরিক ওই মেমো পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো দপ্তরের কর্মীর সংখ্যা ২০১৯ সালের সময়কার মতো চার লাখের নিচে নামিয়ে আনা। এর অর্থ হলো, প্রায় ৮২ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।
দপ্তরের কর্মীদের কর্মী ছাঁটাইয়ে ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির সঙ্গে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এর লক্ষ্য দুটি—অপচয় দূর করা ও কর্মীদের দক্ষতা বাড়ানো।
যুক্তরাষ্ট্রের প্রবীণবিষয়কমন্ত্রী ডগ কলিন্স এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘এখন যাঁরা চাকরি হারাচ্ছেন, তাঁদের জন্য আমরা দুঃখিত। বিশেষত প্রবীণদের একজন নেতা ও আপনাদের মন্ত্রী হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া আমার জন্য ভীষণ কঠিন কাজ। কিন্তু ফেডারেল সরকার মানুষকে কাজ দেওয়ার জন্য নয়; বরং মানুষের সেবায় নিয়োজিত।’
আরও পড়ুনআরও প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৫ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে প্রবীণ ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা অহেতুক ভুগবেন, এমনটাই মন্তব্য করেন এভারেট কেলি। তিনি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ফেডারেশনের প্রধান। এই সংগঠনের আওতায় ৩ লাখ ১১ হাজার প্রবীণ কর্মী রয়েছেন।
মার্কিন সিনেটের প্রবীণবিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেরি মোরান ইঙ্গিত দিয়েছেন, ছাঁটাইয়ের প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। এ জন্য তিনি প্রবীণবিষয়ক দপ্তরকে মার্কিন কংগ্রেসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ‘প্রয়োজনীয় পরিবর্তনগুলো’ নিয়ে আইন প্রণয়ন করা যায়।
ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জেরি মোরান বলেন, প্রবীণবিষয়ক দপ্তরে সংস্কার আনা প্রয়োজন। কিন্তু বিভাগটির আকার কমিয়ে আনা ও দক্ষতা বৃদ্ধির বর্তমান প্রচেষ্টা আরও দায়িত্বশীলভাবে করা উচিত।
আরও পড়ুনসামাজিক নিরাপত্তা বিভাগের ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র০১ মার্চ ২০২৫সিনেটের প্রবীণবিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেন্থাল এক বিবৃতিতে সমালোচনা করে বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের এই উদ্যোগ প্রবীণবিষয়ক দপ্তরের বেসরকারীকরণ পরিকল্পনা বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে যাওয়া। এটা খুবই লজ্জাজনক বিশ্বাসঘাতকতা।’
প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প ২০১৮ সালে একটি আইনে সই করেছিলেন। ওই আইনে প্রবীণবিষয়ক দপ্তরের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্যসেবায় প্রবীণদের প্রবেশাধিকার বাড়ানো হয়েছিল।
আরও পড়ুনসামাজিক নিরাপত্তা বিভাগের ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র০১ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ জ র কর ম র প রব ণ ট ই কর কর ম ক সরক র
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি