যুক্তরাষ্ট্রের প্রবীণবিষয়ক দপ্তর ৮০ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। রয়টার্সের হাতে আসা দপ্তরটির একটি অভ্যন্তরীণ নোট (মেমো) থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের সমালোচনা করেছেন সামরিক বাহিনীর প্রবীণ সদস্য ও ডেমোক্র্যাটরা।

প্রবীণবিষয়ক দপ্তরের চিফ অব স্টাফ ক্রিস্টোফার সায়রেক গত মঙ্গলবার দপ্তরটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের দাপ্তরিক ওই মেমো পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো দপ্তরের কর্মীর সংখ্যা ২০১৯ সালের সময়কার মতো চার লাখের নিচে নামিয়ে আনা। এর অর্থ হলো, প্রায় ৮২ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।

দপ্তরের কর্মীদের কর্মী ছাঁটাইয়ে ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির সঙ্গে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এর লক্ষ্য দুটি—অপচয় দূর করা ও কর্মীদের দক্ষতা বাড়ানো।

যুক্তরাষ্ট্রের প্রবীণবিষয়কমন্ত্রী ডগ কলিন্স এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘এখন যাঁরা চাকরি হারাচ্ছেন, তাঁদের জন্য আমরা দুঃখিত। বিশেষত প্রবীণদের একজন নেতা ও আপনাদের মন্ত্রী হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া আমার জন্য ভীষণ কঠিন কাজ। কিন্তু ফেডারেল সরকার মানুষকে কাজ দেওয়ার জন্য নয়; বরং মানুষের সেবায় নিয়োজিত।’

আরও পড়ুনআরও প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে প্রবীণ ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা অহেতুক ভুগবেন, এমনটাই মন্তব্য করেন এভারেট কেলি। তিনি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ফেডারেশনের প্রধান। এই সংগঠনের আওতায় ৩ লাখ ১১ হাজার প্রবীণ কর্মী রয়েছেন।

মার্কিন সিনেটের প্রবীণবিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেরি মোরান ইঙ্গিত দিয়েছেন, ছাঁটাইয়ের প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। এ জন্য তিনি প্রবীণবিষয়ক দপ্তরকে মার্কিন কংগ্রেসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ‘প্রয়োজনীয় পরিবর্তনগুলো’ নিয়ে আইন প্রণয়ন করা যায়।

ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জেরি মোরান বলেন, প্রবীণবিষয়ক দপ্তরে সংস্কার আনা প্রয়োজন। কিন্তু বিভাগটির আকার কমিয়ে আনা ও দক্ষতা বৃদ্ধির বর্তমান প্রচেষ্টা আরও দায়িত্বশীলভাবে করা উচিত।

আরও পড়ুনসামাজিক নিরাপত্তা বিভাগের ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র০১ মার্চ ২০২৫

সিনেটের প্রবীণবিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেন্থাল এক বিবৃতিতে সমালোচনা করে বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের এই উদ্যোগ প্রবীণবিষয়ক দপ্তরের বেসরকারীকরণ পরিকল্পনা বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে যাওয়া। এটা খুবই লজ্জাজনক বিশ্বাসঘাতকতা।’

প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প ২০১৮ সালে একটি আইনে সই করেছিলেন। ওই আইনে প্রবীণবিষয়ক দপ্তরের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্যসেবায় প্রবীণদের প্রবেশাধিকার বাড়ানো হয়েছিল।

আরও পড়ুনসামাজিক নিরাপত্তা বিভাগের ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র০১ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ জ র কর ম র প রব ণ ট ই কর কর ম ক সরক র

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন যেভাবে—

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ