আশুলিয়া থানায় অসদাচরণ করা যুবক চাঁদপুর থেকে গ্রেপ্তার
Published: 7th, March 2025 GMT
ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢুকে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা যুবক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ নেতারাও সোচ্চার হন। আশুলিয়া থানার ওসিকে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
গ্রেপ্তার সুমন মিয়া চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ সংক্রান্ত ভিডিওটিতে দেখা যায়, মঙ্গলবার আশুলিয়া থানার ওসির কক্ষে উপস্থিত সাংবাদিকেরা সুমনের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে বলেন, ‘ওসি সাহেবের সঙ্গে পরিচিত হতে এসেছি’।
ওসিকে বিব্রত করার কারণ জানতে চাইলে সুমন বলেন, ‘দপ্তর স্যার বলছে ওসি নাকি ছাত্রলীগের, ছাত্রলীগের ওসি তাই আমাকে স্যার বলছে, তাই আসছি তার সাথে পরিচিত হতে’।
সেখানে উপস্থিত এক ব্যক্তি সুমনের দিকে তেড়ে যান। এবং কে এসব শিখিয়ে দিয়েছে বলে সুমনের কাছে জানতে চান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে সুযোগ বুঝে থানা থেকে সটকে পড়েন সুমন মিয়া।
ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর আশুলিয়া থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ফেসবুকে বিএনপির ভেরিফাইড পেইজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়টি তুলে ধরা হয়।
সেখানে উল্লেখ করা হয়েছে, ‘আশুলিয়া থানায় ঢুকে থানার ওসির সাথে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ দুপুরের আশুলিয়া থানার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রুহুল কবির রিজভী’র নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিক তিনি বিএনপি’র দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন সুমন নামের ব্যক্তিটি ভুয়া পরিচয়ে থানায় গিয়ে বিএনপি’র নাম নিয়ে এমন অপকর্ম করেছেন। সাথে সাথে রিজভী আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তার সাথে অসদাচরণ করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের আহবান জানান।’
এদিকে বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১ টার দিকে চাঁদপুরের শাহরাস্তি থানার চিতোষী নামক স্থান থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। গ্রেপ্তারে পর জিজ্ঞাসাবাদে সুমন মিয়া আশুলিয়া এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে পতিত সরকারের সময় শ্রমিক নেতা হিসেবে কাজ করতেন বলে জানান। বর্তমানে তিনি বিভিন্ন জায়গায় বিএনপির কেন্দ্রীয় অফিসের পিয়ন পরিচয় দিয়ে প্রতারণা করে থাকেন এবং অনৈতিক সুবিধা আদায়সহ গার্মেন্টস এলাকার অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য একটি মহলের সাথে ষড়যন্ত্রে লিপ্ত। সুমন মূলত গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানার ওসিকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের পক্ষে অসৎ উদ্দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা/সাব্বির/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর অফ স র প স মন ম য় ব এনপ র ব যবস থ স মন র
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি