ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে পৃথক পৃথক সময়ে তাঁদের রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার স্বাক্ষরিত একটি চিঠি ইউনিয়ন ব্যাংকের এমডি বরাবর পাঠানো হয়েছে।

যাঁদের দুদক ডেকেছে, তাঁরা হলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দিন ইকবাল চৌধুরী, হেড অব এফএডি রুহুল আমিন, এফএডি কর্মকর্তা মাহফুজুল করিম, গুলশান শাখা কর্মকর্তা বোরহান উদ্দিন, গুলশান শাখার ক্যাশ ইনচার্জ আবদুল হালিম, অপারেশন ম্যানেজার রাশিদ শহীদ ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান খান।

চিঠিতে বলা হয়েছে, তাঁরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিলের কোটি কোটি টাকা ও ব্যাংকের অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে অর্থ লোপাট এবং এ জে কনস্ট্রাকশনের নামে এমটিডিআরের বিপরীতে ১৫ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ