গত জুলাইয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর কমিটির ৪২ জনের ঐক্য বেশিদিন টেকেনি। গত কয়েক মাস ধরে কমিটির সদস্যরা দুই ভাগে বিভক্ত। ইফতার অনুষ্ঠানের আয়োজন নিয়েও দু’পক্ষের ঐকমত্য হয়নি। গতকাল সোমবার ইফতারবিষয়ক সভায় যাননি আহ্বায়ক ও সদস্য সচিবের বিরোধী পক্ষ। তারা পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া কমিটির বাইরে থাকা মহানগরের সাবেক নেতারা পৃথকভাবে কয়েকটি ইফতার অনুষ্ঠান করবেন।
মহানগর কমিটিতে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের বিরোধী পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। কয়েক দিন আগে আহ্বায়ক ও সদস্য সচিব ঘোষণা দেন, নগরের বিভিন্ন স্থানে ৫টি ইফতার অনুষ্ঠান করা হবে।
এ সিদ্ধান্তের বিরোধিতা করে নাসরিন ও তাঁর অনুসারীরা জানান, তাদের মতামত না নিয়ে আহ্বায়ক ও সদস্য সচিব এ সিদ্ধান্ত নিয়েছেন। বরিশালের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু ও মহানগর সম্মেলন বাস্তবায়নের সমন্বয়কারী হাসান মামুনের কাছে নালিশ দিয়েছেন নাসরিন ও তাঁর অনুসারীরা। এ পরিস্থিতিতে সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে সভা ডাকেন আহ্বায়ক ও সদস্য সচিব। সভা সূত্র জানিয়েছে, ৯ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে মাত্র ২ জন ও ১২ জন সদস্য সভায় অংশ নেন। সভায় ৫টি স্থানে ইফতার অনুষ্ঠান করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। অপরদিকে বিরোধীদের দাবি সভায় কোরাম হয়নি, তাই ওই সভার কোনো সিদ্ধান্ত বৈধ নয়।
যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু বলেন, রোববার রাতে সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তাঁকে সোমবারের সভায় যেতে বলেছিলেন। তখন তিনি জিয়াকে বলেছেন, ঘোষণা দেওয়া ৫টি স্থানে ইফতারের সিদ্ধান্ত আগে বাতিল করতে হবে। সেটা না করায় তারা সভায় যাননি। সামনে মহানগরের সম্মেলন। ওয়ার্ড কমিটিগুলো কুক্ষিগত করার জন্য আহ্বায়ক ও সদস্য সচিব কৌশলে তাদের দূরে রেখে দু’জনে দল চালাচ্ছেন।
আরেক যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা একই রকম অভিযোগ করে বলেন, মহানগর বিএনপি এখন আহ্বায়ক ও সদস্য সচিবের মালিকানাধীন দলে পরিণত হয়েছে। বিরোধী মতের কাউকে তারা সম্মান দেন না। এজন্য সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সভায় তারা যাননি। এই দুই যুগ্ম আহ্বায়ক জানান, সভায় কোরাম সংকট হওয়ায় সদস্যদের বাসায় গিয়ে স্বাক্ষর আনা হচ্ছে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আহ্বায়ক ও সদস্য সচিবের ইফতারে তারা থাকবেন না। নাসরিনের অভিযোগ, ইফতার অনুষ্ঠানের জন্য প্রতিটি ওয়ার্ডের নেতাদের কাছ থেকে ৪০ হাজার টাকা করে নিচ্ছেন আহ্বায়ক ও সদস্য সচিব।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘সভায় কারা এলো না, তাতে কিছু যায় আসে না।’
পদবঞ্চিত নেতাদের আরও দুটি পক্ষ মহানগর কমিটির বিরুদ্ধে সক্রিয়। একটি পক্ষ দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত। অপরটির নেতৃত্ব দিচ্ছেন বিগত কমিটির সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম। সরোয়ারপন্থি সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর জানান, তারা একটি ইফতার অনুষ্ঠান করবেন। তবে তারিখ চূড়ান্ত হয়নি। মীর জাহিদ বলেন, মহানগর কমিটির অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয় না। তাই তারাও পৃথক ইফতার অনুষ্ঠান করবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ স মব র কম ট র
এছাড়াও পড়ুন:
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।