খুলনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র রমজানজুড়ে ইফতারসামগ্রী বিতরণ করছে সামাজিক সংগঠন ইদ্দিখার ফাউন্ডেশন। 
কোনো দিন সংগঠনটি রাস্তার পাশে রিকশাচালক, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে, কোনোদিন মাদ্রাসায় গিয়ে এতিম শিশুদের দিচ্ছে 
ইফতারি। পাশাপাশি দরিদ্রদের জন্য সাহরির সামগ্রীও দিচ্ছে সংগঠনটি। 
সংগঠনের সদস্যরা জানান, রমজান শুরুর আগের দিন তারা দরিদ্র, এতিম, বিধবা ও বয়স্ক ৫০টি পরিবারের মাঝে ইফতারসামগ্রী দেন। প্রথম রোজায় জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসা ও এতিমখানার ৬০ এতিম ছাত্রকে ইফতার দেওয়া হয়। দ্বিতীয় দিন বিলপাবলা হুসাইনিয়া জামে মসজিদে অর্ধশতাধিক মুসল্লির মাঝে ইফতারি 
বিতরণ করেন। একই মসজিদে একটি সিলিং ফ্যান দেওয়া হয়।
এ ছাড়া তৃতীয় রোজায় মুজগুন্নি মহাসড়কে পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট ও বোতলজাত পানি বিতরণ করা হয়। চতুর্থ দিন নগরীর শিববাড়ী মোড়ে রিকশা-ইজিবাইক চালক ও পথচারীদের ইফতার দেওয়া হয়। পঞ্চম রোজায় দিঘলিয়া উপজেলার ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন দরিদ্র শিশুকে নিয়ে নদীর তীরে ইফতারের আয়োজন করা হয়।
এদিকে ষষ্ঠ রোজায় রায়েরমহল কলেজের মাঠে নবীন রোজাদারের মাঝে, সপ্তম রোজায় বয়রা বাজার মোড়ে ইজিবাইক, রিকশা ও ভ্যানচালকদের মাঝে, অষ্টম রোজায় নগরীর ৭ নম্বর ঘাটে কর্মরত শ্রমিকদের, নবম রোজায় খুলনা বিশেষায়িত হাসপাতাল মসজিদে ইফতার দেওয়া হয়। দশম রোজায় বয়রা পুলিশ লাইন্সের সামনের সড়কে পথচারীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। 
ইফতারের প্যাকেট পাওয়া রিকশাচালক সোলায়মান শেখ ও ইজিবাইক চালক ইয়াকুব আলী বলেন, তারা গরিব মানুষ। চলতি পথে ইফতার পেয়েছেন। সবাই যদি রমজানে এভাবে গরিবদের সহায়তায় এগিয়ে আসত, তাহলে কষ্ট কমে যেত।
ইদ্দিখার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এম এ সাদী জানান, প্রচারবিমুখ কিছু দানশীল ব্যক্তির টাকা দিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। চার বছর ধরে রমজানে ইফতার-সাহ্‌রি সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্নভাবে দরিদ্র লোকজনকে সহায়তা করে এই সংগঠনটি। ঈদের আগে দরিদ্র লোকজনের মাঝে সেমাই-চিনিসহ ঈদের বাজার করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র দর দ র ইফত র পথচ র রমজ ন

এছাড়াও পড়ুন:

বাজুসের নতুন সভাপতি এনামুল হক খান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে (বাজুস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাস’র এনামুল হক খান। সংগঠনটির ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের জন্য তিনি দায়িত্ব পালন করবেন ।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাজুস কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, বৈধ প্রার্থীদের মধ্য থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠনের বিধিমালা-২০২৫ এর ২৪(১) ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ৩৫ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বাজুসের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের একজন সিনিয়র সহ-সহভাপতি, ৩ জন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ এবং ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছে। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক এখন থেকে আর কেউ থাকবেন না। ফলে সাধারণ সম্পদ পদে কেউ নির্বাচিত হননি। বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম সাধারণ সম্পদ পদ বিলুপ্ত করা হলো।

বাজুসের নবনির্বাচিত সভাপতি এনামুল হক খান বলেন, আমরা সোনার ব্যবসা করি। মানুষকে বোঝাতে হবে ব্যবসায়ীরা কিন্তু চোরাকারবারী না। একটি আলোর পথ অন্যটি অন্ধকার পথ। আমরা আলোর পথে আছি। যারা চোরাকারবারী করে তারা কোনোদিন সোনা ব্যবসায় আসবে না। আর যারা সোনা ব্যবসা করে তারা কোনোদিন চোরাকারবারীতে জড়াবে না।

তিনি বলেন, আমাদের সোনা আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে। সোনা আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এতো কঠিন প্রক্রিয়া যে, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে সোনা আমদানি করতে গেলে যেই দাম দাঁড়ায়, সেই দাম দিয়ে কেউ সোনা কিনতে আগ্রহী না। আর এজন্য যতদিন সোনা আমদানি সহজ না হয়, ততোদিন পর্যন্ত ব্যাগেজ রুলসের মাধ্যমে সোনা যে সহজে আসতো, সেটা চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো।

তিনি আরও বলেন, আমাদের দেশে ভ্যাট ৫ শতাংশ অথচ আমাদের পাশের দেশে ভ্যাট অনেক কম। আমরা ভ্যাট কমানোর জন্য কাজ করবো।

বাজুসের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রা.) এর রনজিৎ ঘোষ, সহ-সভাপতি পদে আপন ডায়মন্ড হাউজের আজাদ আহমেদ, জড়োয়া হাউজ (প্রা.) লিমিটেডের অভি রায় এবং জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ইকবাল হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিউ ফেন্সী জুয়েলার্স’র অমিত ঘোষ।

বাজুসের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিলন মিয়া, পবন কুমার আগোওরালা, তানভীর রহমান, মো. লিটন হাওলাদার, বাবুল দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মন্ডল, মিনাজুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তাফা কামাল, ধনঞ্জয় সাহা (বিপুল), শ্রীবাস রায়, মো. আলী হোসেন, মো. রুবেল, মো. নয়ন চৌধুরী, মো. ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, মো. রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মোহাম্মদ মোরশেদ আলম, শাওন আহমেদ চৌধুরী, মো. নাজমুল হুদা লতিফ এবং পলাশ কুমার সাহা।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ তরুণ কলাম লেখকের রাবি শাখার নতুন কমিটি
  • বাজুসের নতুন সভাপতি এনামুল হক খান
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সচল করার পর তিন জেলায় তিন নেতার পদত্যাগ
  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের