Samakal:
2025-08-01@04:43:19 GMT

নতুন জামায় ছোটদের ঈদ

Published: 11th, March 2025 GMT

নতুন জামায় ছোটদের ঈদ

ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ। ছোটদের জন্য এটি আরও বিশেষ কিছু। বড়দের তুলনায় শিশুর পোশাক নিয়ে আগ্রহ থাকে বেশি; কারণ তাদের পোশাকগুলো শুধু আরামদায়কই নয়, দেখতে হয় নজরকাড়া ও উৎসবের আমেজে ভরপুর। এবারের ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো এনেছে নান্দনিক ডিজাইন ও আরামদায়ক ফেব্রিকের শিশু কালেকশন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ডিজাইন করা হয়েছে ফ্রক, পাঞ্জাবি, লেহেঙ্গা, শার্ট-প্যান্টসহ নানা ধরনের পোশাক। কারচুপি, জরির কাজ ও এমব্রয়ডারির অপূর্ব ছোঁয়ায় সাজানো হয়েছে পোশাকগুলো, যা শিশুর ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। ফ্যাশন ডিজাইনারদের মতে, এবারের ঈদুল ফিতর পড়ছে গরমের সময়। এ কারণে শিশুর পোশাক নির্বাচনের ক্ষেত্রে ফ্যাশনের সঙ্গে সঙ্গে তাদের আরামের কথাটাও মাথায় রাখা জরুরি। 
সারার ঈদ কালেকশন: সারার ডিজাইনার সামিহা ইসলাম জানান, তিন মাস থেকে ১৩ বছর বয়সী মেয়েদের জন্য রয়েছে তাদের ঈদ কালেকশন। পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে নীল, সোনালি, গোলাপি, বেগুনি ও সবুজ। পারসিয়ান শিল্প ও সংস্কৃতির অনুপ্রেরণায় ফ্রক, সালোয়ার-কামিজ ও স্কার্ট ডিজাইন করা হয়েছে, যেখানে রয়েছে কারচুপি, জরির কাজ ও এমব্রয়ডারির বিশেষ ছোঁয়া। সারায় শিশুর পোশাক পাওয়া যাবে ৩৫০ থেকে ৫ হাজার টাকায়।
এ ডিজাইনারের মতে, শিশুর পোশাক তৈরিতে আরামদায়ক ফেব্রিক বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে সারার ঈদ কালেকশনে ব্যবহার করা হয়েছে কটন, জর্জেট, আর্টিফিশিয়াল সিল্ক, ক্রেপ সিল্ক ও টিস্যুর মতো উন্নত মানের কাপড়। ছোটদের পোশাকে মিষ্টি নকশা প্রাধান্য পেয়েছে। ফেব্রিকের ক্ষেত্রে কটন, জর্জেট, আর্টিফিশিয়াল সিল্ক, ক্রেপ সিল্ক, টিস্যু ব্যবহার করা হয়েছে। 
রিচম্যানের ঈদ কালেকশন: বড়দের মতো ঈদে ছেলেশিশুরও পছন্দের পোশাকের মধ্যে অন্যতম পাঞ্জাবি। রিচম্যান এবার ছেলেশিশুর জন্য নিয়ে এসেছে ট্রেন্ডি ও আরামদায়ক ডিজাইনের পাঞ্জাবি কালেকশন। ফেব্রিকের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন ইত্যাদি। এখানে ছেলেশিশুর পোশাক পাওয়া যাবে ১ হাজার ৯০ থেকে ২ হাজার টাকায়।
ইনফিনিটি মেগা মলের ঈদ আয়োজন
ঈদ উপলক্ষে ইনফিনিটি মেগা মলে শিশুর জন্য এসেছে নানা পণ্য। নিউবর্ন, টোডলারের পাশাপাশি মেয়েশিশুর জন্য থাকছে সিঙ্গেল কামিজ, ওয়েস্টার্ন টপস, সালোয়ার-কামিজ, ফ্রক, টি-শার্ট, লেহেঙ্গা ইত্যাদি। ফেব্রিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সুতি, মিক্সড কটন, জর্জেট কাপড়। এখানে শিশুর পোশাক পাবেন ৫৫০ থেকে ৪ হাজার টাকায়।  
আড়ংয়ে ঈদ কালেকশন: ঈদ ফ্যাশনে বরাবরই আলাদা স্থান দখল করে আছে ‘আড়ং’। এবারের ঈদে আড়ং শিশুদের জন্যও এনেছে বিশেষ কালেকশন। নবজাতক থেকে শুরু করে ৯ বছর বয়সী শিশুর জন্য থাকছে বাহারি ডিজাইনের পোশাক।
নবজাতক থেকে দেড় বছর বয়সী মেয়েশিশুর জন্য এখানে পাবেন নিমা, ফ্রক, স্কার্ট-টপ, সালোয়ার-কামিজ, ঘাঘরা চোলি। নবজাতক থেকে দেড় বছর বয়সী ছেলেশিশুর জন্য পাওয়া যাবে পাঞ্জাবি-পায়জামা সেট, শার্ট-প্যান্ট, টি-শার্ট। ২ থেকে ৯ বছর বয়সী মেয়েশিশুর জন্য রয়েছে ফ্রক, শাড়ি, পার্টি ড্রেস। ২ থেকে ৭ বছর বয়সী ছেলেশিশুর জন্য পাবেন পাঞ্জাবি, ফতুয়া, শার্ট-প্যান্ট। আড়ংয়ে শিশুর পোশাকের দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
‘কে ক্র্যাফট’-এর কালেকশনে মেয়েশিশুর জন্য রয়েছে সালোয়ার-কামিজ, লেহেঙ্গা সেট ও পার্টি ফ্রক। ছেলেশিশুর জন্য ডিজাইনিং পাঞ্জাবি এবং বাবা-ছেলের ম্যাচিং ফতুয়া আছে। এসব পোশাকে ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে নিব কটন, জর্জেট ফেব্রিক এবং টাই-ডাই প্রিন্ট।
ফ্যাশন হাউস ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার শপিং মল থেকে ছোটদের পোশাক কিনতে পারেন; যারা একটু ডিজাইনসংবলিত পোশাক বানাতে চাইছেন বাড়ির ছোট সদস্যের জন্য, তারা বিভিন্ন দর্জিবাড়িতে গিয়ে কাস্টমাইজড পোশাক বানিয়ে নিতে পারেন। v
মডেল: মানহা জামান রাজকন্যা পোশাক: বি২; ছবি: কাব্য

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম য় শ শ র জন য ছ ল শ শ র জন য র ঈদ ক ল কশন ব যবহ র কর বছর বয়স ড জ ইন র র র ঈদ

এছাড়াও পড়ুন:

২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।

নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।

এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা
  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন