এআই চিপ তৈরি করেছে মেটা, যে কাজে ব্যবহার করা হবে
Published: 12th, March 2025 GMT
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করছে। এরই মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন কাজে পরীক্ষামূলকভাবে নিজস্ব এআই চিপের ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আরও বড় পরিসরে চিপটির উৎপাদন ও ব্যবহার শুরু হবে।
মেটা বর্তমানে গ্রাফিকস কার্ড ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এআই চিপ ব্যবহার করে থাকে। এবার এনভিডিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে চায় প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এআই চিপ তৈরির মাধ্যমে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি ব্যয় কমানোর পরিকল্পনা করেছে মেটা। এ বিষয়ে মেটার দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এআইনির্ভর প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মেটার অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ বছর মেটার অবকাঠামোগত উন্নয়নে ১১৪ থেকে ১১৯ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে, যার মধ্যে এআই খাতেই ব্যয় হতে পারে ৬৫ বিলিয়ন ডলার। নিজস্ব চিপ উন্নয়নের মাধ্যমে বিদ্যমান ব্যয় কমিয়ে প্রতিষ্ঠানের কার্যক্ষমতা বাড়ানোই মেটার মূল লক্ষ্য।
নতুন এআই চিপটি মূলত মেটার অভ্যন্তরে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে। সাধারণ গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) তুলনায় চিপটি কম বিদ্যুৎ খরচ করলেও দক্ষতার সঙ্গে এআই মডেলকে প্রশিক্ষণ দিতে পারে। তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সহায়তায় এআই চিপটি তৈরি করছে মেটা।
মেটার মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলারেটর (এমটিআইএ) প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশিক্ষণ চিপটি তৈরি করা হচ্ছে। গত বছর থেকে মেটা এআই প্রযুক্তিনির্ভর এমটিআইএ চিপ ব্যবহার শুরু করেছে, যার মাধ্যমে বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজ ফিডে সহায়ক কনটেন্ট প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত
ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।
অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য
পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।
ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।
আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্যযুক্তরাজ্য
২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।
জার্মানি
জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।
ফ্রান্স
INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।
ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া