ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করছে। এরই মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন কাজে পরীক্ষামূলকভাবে নিজস্ব এআই চিপের ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আরও বড় পরিসরে চিপটির উৎপাদন ও ব্যবহার শুরু হবে।

মেটা বর্তমানে গ্রাফিকস কার্ড ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এআই চিপ ব্যবহার করে থাকে। এবার এনভিডিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে চায় প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এআই চিপ তৈরির মাধ্যমে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি ব্যয় কমানোর পরিকল্পনা করেছে মেটা। এ বিষয়ে মেটার দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এআইনির্ভর প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মেটার অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ বছর মেটার অবকাঠামোগত উন্নয়নে ১১৪ থেকে ১১৯ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে, যার মধ্যে এআই খাতেই ব্যয় হতে পারে ৬৫ বিলিয়ন ডলার। নিজস্ব চিপ উন্নয়নের মাধ্যমে বিদ্যমান ব্যয় কমিয়ে প্রতিষ্ঠানের কার্যক্ষমতা বাড়ানোই মেটার মূল লক্ষ্য।

নতুন এআই চিপটি মূলত মেটার অভ্যন্তরে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে। সাধারণ গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) তুলনায় চিপটি কম বিদ্যুৎ খরচ করলেও দক্ষতার সঙ্গে এআই মডেলকে প্রশিক্ষণ দিতে পারে। তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সহায়তায় এআই চিপটি তৈরি করছে মেটা।

মেটার মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলারেটর (এমটিআইএ) প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশিক্ষণ চিপটি তৈরি করা হচ্ছে। গত বছর থেকে মেটা এআই প্রযুক্তিনির্ভর এমটিআইএ চিপ ব্যবহার শুরু করেছে, যার মাধ্যমে বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজ ফিডে সহায়ক কনটেন্ট প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এআই চ প ব যবহ র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ