১. দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান—

ক. ড. ইফতেখারুজ্জামান

খ. মাহদীন চৌধুরী

গ. অধ্যাপক মোস্তাক খান

ঘ. ড. মাহবুবুর রহমান

উত্তর: ক. ড. ইফতেখারুজ্জামান

২. নেপালে রাজতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটে কত সালে?

ক. ২০০২ সালে

খ. ১৯৯৫ সালে

গ. ২০০৮ সালে

গ. ১৯৯৮ সালে

উত্তর: গ. ২০০৮ সালে

৩. পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে পরিচালিত সশস্ত্র জঙ্গি হামলায় দায়ী গোষ্ঠী—

ক.

বেলুচিস্তান লিবারেশন আর্মি

খ. তেহরিক-ই-তালিবান

গ. লস্কর-ই-ওমর

থ. আল–কায়েদা

উত্তর: ক. বেলুচিস্তান লিবারেশন আর্মি

৪. বাংলাদেশের বাইরে গ্রামীণ ব্যাংকের ধারণা প্রথম চালু হয় কোন দেশে?

ক. জাপান

খ. মালয়েশিয়া

গ. গুয়াতেমালা

ঘ. মেক্সিকো

উত্তর: খ. মালয়েশিয়া

৫. বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে?

ক. সাতক্ষীরা

খ. বাগেরহাট

গ. বরগুনা

ঘ. খুলনা

উত্তর: খ. বাগেরহাট

আরও পড়ুনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭৩ ঘণ্টা আগে

৬. প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্মিত বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম—

ক. দুয়ার

খ. উত্তরণ

গ. প্রবাসী যোদ্ধা

ঘ. বীর

উত্তর : ঘ. বীর

৭. ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত হেলুসিনেটিক ড্রাগের রাসায়নিক নাম—

ক. লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড

খ. স্কোপোলামিন

গ. মেসক্যালিন

ঘ. সাইলোসাইবিন

উত্তর: খ. স্কোপোলামিন

৮. ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র—

ক. যুক্তরাজ্য

খ. যুক্তরাষ্ট্র

গ. ফ্রান্স

ঘ. রাশিয়া

উত্তর: খ. যুক্তরাষ্ট্র

৯. সাঁওতালদের প্রধান উৎসব—

ক. ওয়ানগালা

খ. সাংগ্রাই

গ. সোহরাই

ঘ. বাহা উৎসব

উত্তর: গ. সোহরাই

১০. ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়, এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান—

ক. ৪র্থ

খ. ৫ম

গ. ৮ম

ঘ. ১১তম

উত্তর: গ. ৮ম

১১. কোন সালকে জাতিসংঘ ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে?

ক. ১৯৬৬ সাল

খ. ১৯৭১ সাল

গ. ১৯৭৫ সাল

ঘ. ১৯৮৫ সাল

উত্তর: গ. ১৯৭৫ সাল

আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১ ঘণ্টা আগে

১২. ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন বিল-২০১৩’-এ জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপানে কত টাকা জরিমানার বিধান আছে?

ক. ৫০ টাকা

খ. ২০০ টাকা

গ. ৩০০ টাকা

ঘ. ৫০০ টাকা

উত্তর: গ. ৩০০ টাকা

১৩. বাংলাদেশের প্রথম নারী ফরেস্টার—

ক. মিতা তঞ্চঙ্গ্যা

খ. সংচাং ম্রো

গ. কনিকা বড়ুয়া

ঘ. শ্রাবণী রায়

উত্তর: ক. মিতা তঞ্চঙ্গ্যা

১৪. ‘জাতীয় পাট দিবস’ পালিত হয়—

ক. ৬ মার্চ

খ. ১১ মার্চ

গ. ৮ এপ্রিল

ঘ. ২৭ ফেব্রুয়ারি

উত্তর: ক. ৬ মার্চ

১৫. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

ক. হিলি

খ. বেনাপোল

গ. সোনামসজিদ

ঘ. বাংলাবান্ধা

উত্তর: খ. বেনাপোল

১৬. যমুনা রেলসেতু মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করেছে—

ক. এডিবি

খ. বিশ্বব্যাংক

গ. জাইকা

ঘ. আইএমএফ

উত্তর: গ. জাইকা

১৭. ‘বোস্টন টি পার্টি’ সংঘটিত হয়—

ক. ১৭৫৭ সালে

খ. ১৭৬২ সালে

গ. ১৭৭০ সালে

ঘ. ১৭৭৩ সালে

উত্তর: ঘ. ১৭৭৩ সালে

১৮. প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয়—

ক. ১৯৩০ সালে

খ. ১৯৩২ সালে

গ. ১৯৩৪ সালে

ঘ. ১৯৩৫ সালে

উত্তর: খ. ১৯৩২ সালে

আরও পড়ুনমাথাপিছু আয়, টেররিজম ইনডেক্স, প্রথম শহীদ মিনার, জাতীয় নাগরিক পার্টি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এলিফ্যান্ট কূটনীতি কি, জানুন০৬ মার্চ ২০২৫

১৯. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?

ক. অ্যাসেরীয় সভ্যতা

খ. গ্রিক সভ্যতা

গ. মেসোপটেমীয় সভ্যতা

ঘ. মিসরীয় সভ্যতা

উত্তর : গ. মেসোপটেমীয় সভ্যতা

২০. কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ—

ক. ২৩.৫°উত্তর

খ. ৬৬.৫°উত্তর

গ. ২৩.৫°দক্ষিণ

ঘ. ৬৬.৫°দক্ষিণ

উত্তর: ক. ২৩.৫ উত্তর

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

আত্মসমর্পণের পর কারাগারে খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

দুর্নীতি ও কর ফাঁকির পৃথক দুই মামলায় খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদলাতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। মামলার শুরু থেকে পলাতক ছিলেন তিনি। রায় ঘোষণার ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তুহিন। 

দুই মামলার মধ্যে প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে এ আদালতও তার জামিন নামঞ্জুর করেন। 

এসময় আসামি পক্ষের আইনজীবীরা তার চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে জানান আদালতকে। এ জন্য ব্যক্তিগত খরচে তাকে অ্যাম্বুলেন্স যোগে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন।

জানা যায়, কর ফাঁকির অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমশিন (দুদক)। 

এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় তিন বছর ও পাঁচ বছর করে মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এছাড়া, অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে পৃধক দুই ধারায় তিন বছর এবং ১০ বছর অর্থাৎ ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ঢাকা/এম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরি ফিরে পেতে এক শ্রমিকের ১৮ বছরের লড়াই
  • হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এল ২১ টন কচুর মুখি
  • ভারত থেকে এল ১২ টন কচুরমুখি 
  • তেঁতুলিয়ায় বিরল প্রজাতির শকুন উদ্ধার
  • আখাউড়া দিয়ে ভারত থেকে এলো সাড়ে ১২ টন জিরা
  • নীলফামারীর সাবেক এমপি তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ
  • দুদকের দুই মামলায় তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ
  • তারেক রহমানের খালাতো ভাই তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ
  • আত্মসমর্পণের পর কারাগারে খালেদা জিয়ার ভাগ্নে তুহিন
  • দেশে পাওয়া পাকু মাছই কি নিষিদ্ধ পিরানহা, কতটা ক্ষতিকর