মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়‌টি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, ওই তিন ব্যাংকে সাত জন করে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করতে পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে।   

এর মধ্যে এনআরবি ব্যাংকের নতুন গঠিত পরিচালনা পর্ষদের মধ্যে উদ্যোক্তা শেয়ারধারক ইকবাল আহমেদ ওবিই পরিচালক করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা হলেন— গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো.

সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের  অধ্যাপক শরীফ নূরুল আহকাম (বয়স ৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমান।

এনআরবিসি ব্যাংকের নতুন গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়াকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংক সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ (বয়স ৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ এমদাদ উল্লাহ।

মেঘনা ব্যাংকে দুই জনকে পরিচালক করা হয়েছে। তারা হলেন—উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরী এবং তানভীর আহমেদ (ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে প্রতিনিধি পরিচালক)। স্বতন্ত্র পরিচালকরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম (বয়স ৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত), প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আলি আকতার রিজভী।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন আটটিসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। এবার তিনটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক।

ঢাকা/এনএফ/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি 

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কারণ ছাড়াই বাড়ছে দেশবন্ধু পলিমারের শেয়ার দর

যন্ত্রপাতি কিনবে মনোস্পুল ও মাগুরা মাল্টিপ্লেক্স

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী তার হাতে থাকা ওই ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ারের মধ্যে থেকে ৩০ লাখ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারমূল্যে বিক্রি করেছেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দেন সৈয়দ মুনসিফ আলী।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে আছে ৫৪২ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর মধ্যে ৬০.৪৭ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬.৮৭ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি