ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধের সব দায় নিলেন দুতার্তে
Published: 13th, March 2025 GMT
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তাঁর প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সম্পূর্ণ দায়ভার তিনি গ্রহণ করছেন।
দুতার্তের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট।
মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় গত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুতার্তেকে গ্রেপ্তার করা হয়।
একই দিন দুতার্তেকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসির উদ্দেশে পাঠানো হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে এখন এই আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন।
দুতার্তে কয়েক দফায় ফিলিপাইনের দাভাওয়ের সিটি মেয়র ছিলেন। পরে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দুতার্তে মেয়র ও প্রেসিডেন্ট থাকাকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামেন। কথিত এই মাদকবিরোধী যুদ্ধের নামে বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।
প্রেসিডেন্ট থাকাকালে দুতার্তের মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তদন্ত করে আইসিসি। এই তদন্তের আলোতে আইসিসি দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির পরোয়ানা মেনে গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেপ্তার হন দুতার্তে।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার রাতেই দ্য হেগগামী একটি উড়োজাহাজে দুর্তাতেকে তুলে দেওয়া হয়। দুতার্তে দ্য হেগে পৌঁছানোর পর গতকাল বুধবার তাঁকে হেফাজতে নিয়েছেন আইসিসি।
গ্রেপ্তারের ধারাবাহিকতায় দুতার্তেকে দ্য হেগগামী উড়োজাহাজে তুলে দেওয়ার পর এই প্রথম তিনি কোনো বার্তা দিলেন।
দুই মিনিটের একটু বেশি সময়ের ভিডিও বার্তায় দুর্তাতে বলেন, ‘অতীতে যা-ই ঘটুক না কেন, আমি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর সামনে থাকব। আমি আগেই বলেছি, আমি আপনাদের রক্ষা করব এবং আমি সবকিছুর জন্য দায়ী থাকব।’
আরও পড়ুনআইসিসির পরোয়ানা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার১১ মার্চ ২০২৫দুতার্তের ভিডিও বার্তাটি ইতিমধ্যে এক কোটিবার দেখা হয়ে গেছে। ভিডিওতে শুধু দুতার্তেকেই কথা বলতে দেখা যায়। তাঁর পরনে ছিল সাদা রঙের একটি জামা।
দেখে মনে হয়েছে, উড়োজাহাজের ভেতরে ভিডিওটি ধারণ করা। ভিডিওতে তাঁর কথা বলার সময় ইঞ্জিনের শব্দ পাওয়া যাচ্ছিল।
দুতার্তেকে নিয়ে আইসিসি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুতার্তে আইসিসির কাছে আত্মসমর্পণ করেছেন। মানুষ হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে।
দুতার্তেকে আগামী কয়েক দিনের মধ্যে দ্য হেগের আইসিসির বিচারকদের সামনে উপস্থাপন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তাঁকে নেদারল্যান্ডসের একটি বন্দিশালায় রাখা হয়েছে।
ভিডিও বার্তায় দুতার্তে তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি ঠিক আছি, চিন্তা করবেন না।’
দুতার্তে আরও বলেন, ‘এটা একটা দীর্ঘ আইনিপ্রক্রিয়া হবে। তবে আমি আপনাদের বলছি, আমি আমার দেশের জন্য কাজ করে যাব এবং যদি এটাই আমার নিয়তি হয়, তবে তা–ই হোক।’
দুতার্তের বিরুদ্ধে অভিযোগ, ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে (২০১৬-২০২২ সাল) মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে তিনি ‘ডেথ স্কোয়াড’ গঠন ও পরিচালনা করেছিলেন। এভাবে বহু মানুষ হত্যার মাধ্যমে তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন।
এশিয়ার দেশগুলোর সাবেক রাষ্ট্রপ্রধানদের মধ্যে দুতার্তেই প্রথম আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন।
আরও পড়ুনফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে আইসিসিতে পাঠানো হয়েছে১২ মার্চ ২০২৫আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দুতার্তে কথিত মাদক ব্যবহারকারী ও মাদক কারবারিদের হত্যা করতে ডেথ স্কোয়াড গঠন করেন। অর্থায়ন করেন। অস্ত্রের জোগান দেন।
পুলিশের হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দুতার্তের ছয় বছরের শাসনামলে ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ২০০ জন সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করা হয়।
দুতার্তের মেয়ে সারা দুতার্তে ফিলিপাইনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় দ্য হেগে পৌঁছেছেন বলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়।
আইনজীবী ও শিক্ষাবিদেরা বলছেন, দুতার্তেকে গ্রেপ্তার করে দ্য হেগে নিয়ে যাওয়াটা আইসিসির জন্য একটি বড় ঘটনা।
আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। তা ছাড়া কাউকে গ্রেপ্তার করার জন্য এই আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দুতার্তের গ্রেপ্তারের বিষয়ে ওয়াশিংটন অবগত।
আরও পড়ুনঅপরাধ দমনে ‘ডেথ স্কোয়াড’ রাখার কথা স্বীকার করলেন দুতার্তে২৯ অক্টোবর ২০২৪আরও পড়ুনআইসিসির পরোয়ানায় গ্রেপ্তার হলেও দুতার্তের বিচার করা কি সম্ভব হবে২২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ল প ইন র স ব ক প র স ড ন ট গ র প ত র কর ম নবত ব র ধ ম দকব র ধ আইস স র পর য় ন র জন য অপর ধ
এছাড়াও পড়ুন:
সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠছে, সর্বনিম্ন দর কত জানেন
নিলামঘর সদবিস গতকাল শুক্রবার ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সম্পূর্ণ সোনার টয়লেটটি নিলামে তোলার কথা ঘোষণা করেছে। এ ভাস্কর্যটির নাম ‘আমেরিকা’।
সদবিস জানিয়েছে, এ শিল্পকর্ম এটাই দেখাতে চায়, কখনো কখনো শিল্পের ‘মূল্য’ আর তার বাজারে বিক্রির ‘মূল্য’ এক নয়। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।
১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা, যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)।
সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।
ক্যাটেলান শুধু বিতর্ক সৃষ্টিকারীই নন; বরং অত্যন্ত সফল শিল্পী। তাঁর আরেকটি কাজ, ‘কমেডিয়ান’। অর্থাৎ দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা। গত বছর নিউইয়র্কের এক নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল শিল্পকর্মটি।
‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।এর আগে ২০১৬ সালে ক্রিস্টিস নিলামে ক্যাটেলানের আরেকটি ভাস্কর্য ‘হিম’ ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়। ভাস্কর্যটিতে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে দেখা যায়।
ক্যাটেলান নিজেই বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’
‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।
মরিজিও ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।ডেভিড গ্যালপারিন, সদবিস-এর নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধানওই সময় গুগেনহাইম ভাস্কর্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর প্রথম দফায় ক্ষমতায় থাকাকালে ধার দেওয়ার প্রস্তাব দেয়। কারণ তিনি জাদুঘর থেকে একটি ভ্যান গঘ চিত্রকর্ম ধার নিতে চেয়েছিলেন।
২০১৯ সালে ‘আমেরিকা’ প্রদর্শিত হয় উইনস্টন চার্চিলের জন্মস্থান হিসেবে বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদে। কিন্তু প্রদর্শনীর কয়েক দিনের মধ্যেই একদল চোর ভবনে ঢুকে সেটি পাইপলাইন থেকে খুলে নিয়ে পালিয়ে যায়।
চলতি বছরের শুরুতে দুই ব্যক্তিকে ওই চুরির দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সোনার টয়লেটটি আজও উদ্ধার করা যায়নি। তদন্তকারীরা ধারণা করছেন, এটি সম্ভবত ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।
গ্যালপারিন বলেন, তিনি অনুমান করতে চান না ‘আমেরিকা’ শেষ পর্যন্ত কত দামে বিক্রি হতে পারে। তবে তাঁর ভাষায়, ক্যাটেলানের ‘ডাকটেপে আটকানো কলা’ শিল্পকর্মটি যেমন ‘অমূল্য ধারণা থেকে মূল্য তৈরি করা’ নিয়ে প্রশ্ন তুলেছিল, ‘আমেরিকা’ ঠিক তার উল্টো। এখানে মূল উপকরণটিই (সোনা) অত্যন্ত মূল্যবান, যা বেশির ভাগ শিল্পকর্মে থাকে না।
ক্যাটেলান বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’‘আমেরিকা’ প্রদর্শিত হবে সদবিসের নতুন নিউইয়র্ক কার্যালয় ব্রয়্যার বিল্ডিংয়ে, ৮ নভেম্বর নিলাম শুরু হওয়ার আগপর্যন্ত। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যা দর্শকেরা কাছ থেকে দেখতে পাবেন।
তবে গুগেনহাইম ও ব্লেনহাইম প্রাসাদের মতো এবার দর্শকদের টয়লেটটি ব্যবহার করার সুযোগ থাকবে না। তাঁরা শুধু দেখতে পারবেন, কিন্তু ফ্লাশ করতে পারবেন না।
আরও পড়ুনসোনার আস্ত একটি কমোড চুরি করেছিলেন তিনি০৩ এপ্রিল ২০২৪