এখন চৈত্র মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘হারিয়ে যাওয়া’ কবিতায় লিখেছেন, ‘আমি ছিলাম ছাতে/ তারায়–ভরা চৈত্রমাসের রাতে’। কবিগুরুর রেশেই বলা যায়, চৈত্র মাসের আকাশে এখন সন্ধ্যার পর থেকেই তারার মেলা বসছে।

১৫ মার্চ

এদিন আকাশে ভালো দেখা যাবে মঙ্গল গ্রহ। ঠিক রাত ২টা ৩৯ মিনিটে মধ্য আকাশে অবস্থান করবে মঙ্গল গ্রহ। লাল গ্রহ মঙ্গলকে এখন ক্যাস্টর ও পোলাক্সের নামের তারা নিচে দেখা যাবে। ক্যাস্টর ও পোলাক্স জেমিনি তারকাপুঞ্জে অবস্থিত। আকাশে বৃহস্পতি গ্রহ বেশ স্পষ্ট দেখা যাবে। শনি গ্রহ ও শুক্র গ্রহের অবস্থান থাকলেও দেখা কিছুটা কঠিন হবে। ৬টা ৪৪ মিনিটে আকাশে ছোট টেলিস্কোপ নিয়ে সাইকি গ্রহাণু দেখার সুযোগ পাবেন। রাত ৯টা ১০ মিনিটে আকাশের এরিস বা মেষ তারকামণ্ডলে মাসালিয়া নামের গ্রহাণু দেখতে পাবেন।

১৬ মার্চ

আকাশে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ বেশ ভালোভাবে দেখা যাবে। শীত ও বসন্তের আকাশের মধ্যে ঐতিহ্যগত বিভাজনে এদিন ক্যানসার বা কর্কট তারকামণ্ডলের অনুজ্জ্বল অবস্থান দেখা যাবে। এর অবস্থান সন্ধ্যার সময় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে থাকবে। পশ্চিমে জেমিনি (মিথুন) ও পূর্বে লিও (সিংহ) তারকামণ্ডলের মধ্যে থাকবে। ক্যানসার তারকামণ্ডলের মাঝখানে স্টার ক্লাস্টার এম৪৪ দেখা যাবে। তারার এই মৌচাক খালি চোখে অস্পষ্টভাবে দেখা যাবে।

১৭ মার্চ

সন্ধ্যায় ২৯ অ্যাম্ফিট্রাইট নামের একটি গ্রহাণু লিও তারকামণ্ডলে পর্যবেক্ষণ করতে পারেন। চাঁদ এদিন অ্যাপোজি অবস্থানে পৌঁছাবে। চাঁদে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে তার সবচেয়ে দূরত্ব ২৫২১২৩ মাইলে সরে যাবে এদিন।

ডগ স্টার নামে খ্যাত সিরিয়াস (লুব্ধক) সূর্যের পরে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দক্ষিণ আকাশে জ্বলজ্বল অবস্থান করবে। সিরিয়াসের ওপরের ডান দিকে ওরিয়নের তারা দেখা যাবে। সেখানে রিগেল নামের উজ্জল তারা দেখা যাবে।

১৮ মার্চ

বৃহস্পতি গ্রহের চাঁদ গ্যানিমিড রাত ৯টা ৩০ মিনিটে গ্রহটির ওপর দিয়ে অতিক্রম করবে। আরেক চাঁদ ইউরোপা ট্রানজিট করবে প্রায় এক ঘণ্টা পরে। বৃহস্পতি গ্রহ খুঁজে পশ্চিমে আপনি দুটি চাঁদকে অনুসরণ করতে পারেন।

১৯ মার্চ

নেপচুন এদিন সূর্যের দূরের দিকে অবস্থান করবে। একে কনজেকশন বলে। এদিন থেকে নেপচুন সন্ধ্যার আকাশ থেকে সকালের আকাশে স্থানান্তরিত হবে।

২০ মার্চ

উজ্জ্বল নক্ষত্র আন্টারেস চাঁদের কাছে দেখা যাবে।

২১ মার্চ

দক্ষিণ নক্ষত্রপুঞ্জ পিউপিস এখন সন্ধ্যার অন্ধকারে বেশ উজ্জ্বলভাবে দেখা যাবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন জ জ বল

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ