ঈশ্বরদীতে বর্ষা উৎসবে দুই বাংলার কবি-সাহিত্যিকরা
Published: 11th, July 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে নান্দনিক আয়োজনে দিনব্যাপী বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুই বাংলার কবি-সাহিত্যিকদের বর্ষাভ্রমণ, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, কথামালা, সংগীত ও পুঁথি পাঠের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়েছে। অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকরা অংশ নেন।
বর্ষা উৎসব উপলক্ষে পাকশীর পদ্মা নদীতে ভ্রমণ শেষে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে কবি-সাহিত্যিকদের মিলনমেলার আয়োজন করা হয়। সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘ঈশ্বরদী নোঙর’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক মানিক পণ্ডিত ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। ঈশ্বরদী নোঙরের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মাহাবুবুল হক দুদু।
অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের মধ্যে বক্তব্য দেন আজিজুর রহমান মুন্না, কবির হৃদয়, রেহেনা সুলতানা শিল্পী, ইসলাম রফিক, অধ্যাপক সাজিদুল ইসলাম, আবুল কাশেম অমিয় প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর অনলাইন নিবন্ধন কার্যক্রম পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হওয়ার কথা ছিল। ৮ ডিসেম্বর রাতে এক ঘোষণার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজকেরা। গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
আয়োজকেরা জানান, গণিত উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন লিংক: https://matholympiad.org.bd
গণিত উৎসব অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম–দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ শ্রেণি) ও সমমানের জন্য প্রযোজ্য।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত