মতলব উত্তরে ছাত্রদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ
Published: 19th, March 2025 GMT
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলামের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, ফেসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক পোস্ট দেওয়ার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্র জানা যায়, গতকাল রাত ১০টার দিকে জোবাইদা ইসলামের পৈতৃক বাড়ির সামনে ৪-৫টি মোটরসাইকেলে কয়েক ব্যক্তি ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তারা ওই নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর একটি বসতঘরের মালামাল পুড়ে গেছে। এ সময় ওই ঘরে পরিবারের একাধিক সদস্য উপস্থিত থাকলেও তাঁরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান এবং গতকাল রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জোবাইদা ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও তাদের দোসররা তাঁর বাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এ ঘটন
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক