ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে গোলা ও বিমান হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করা হয়েছে।
শনিবার ইসরায়েলে রকেট হামলা চালায় লেবানন। গত ডিসেম্বরের পর এই প্রথম বৈরুত থেকে ইসরায়েলের মেটুলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলা-পাল্টা হামলার ফলে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটলো। গত বছরের সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি আক্রমণে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, এর অনেক যোদ্ধা এবং এর অস্ত্রাগারের বেশিরভাগ অংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
গাজা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েল কার্যকরভাবে পৃথক যুদ্ধবিরতি বাতিল করার পর শনিবার ইসরায়েলে হামলা শুরু লেবানন। কারণ হিজবুল্লাহ ও হামাস উভয়ই ইসরায়েলের চিরশত্রু ইরান সমর্থিত।
ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ভোরে জানিয়েছে, তারা সীমান্তের প্রায় ৬ কিলোমিটার উত্তরে লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে।
রকেট হামলার প্রতিশোধ হিসেবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে ‘লেবাননের কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে’ জোরালোভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাচ্ছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির যুদ্ধবিধ্বস্ত দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও কামান হামলা হয়েছে, যার মধ্যে লেবাননের ভূখণ্ডের প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) ভিতরে সীমান্তবর্তী শহর এবং পাহাড়ের চূড়াও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, সীমান্তের কাছে দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ব নন র ইসর য় ল ইসর য র ইসর
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//