হামজার মতো বিদেশ থেকে ভারতীয় বংশোদ্ভূতদের আনতে চায় ভারত
Published: 22nd, March 2025 GMT
হামজা চৌধুরীর জন্ম বাংলাদেশে না হলেও তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই ফুটবলার মায়ের সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল–সবুজের জার্সি গায়ে দিয়েছেন। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে তাঁর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মতো অল–ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (এআইএফএফ) বিদেশে বেড়ে ওঠা ভারতীয় বংশোদ্ভূতদের তাদের জাতীয় ফুটবলে নিতে চায়। এ বিষয়ে একটি নীতিকাঠামো তৈরি করছে এআইএফএফ।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এআইএফএফ ভারত ফুটবল দলের জন্য স্ট্রাইকারের অভাব পূরণ করতে বিদেশে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূতদের দলে ভেড়ানোর চিন্তা করছে। এ বিষয়ে এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে পিটিআইকে বলেন, ‘আমরা একটি নীতিকাঠামো প্রস্তুত করছি, যার আওতায় বিদেশে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে নেওয়া যাবে। অনেক দেশ এর মধ্যেই এমন নীতিমালায় কাজ করছে।’ বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূতদের খেলাতে পারলে ‘এই খেলোয়াড়েরা ভারতীয় ফুটবলের গেম–চেঞ্জার’ হতে পারে বলে আশা চৌবের।
ভারত দলে ফিরেছেন সুনীল ছেত্রী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//