চট্টগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ প্রস্তুতি কর্মশালা
Published: 23rd, March 2025 GMT
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আয়োজিত ‘রোড টু এআই অলিম্পিয়াড’ কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ কর্মশালায় মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের নিয়মকানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে পদকপ্রাপ্ত মিসবাহ উদ্দীন ইনান (রৌপ্যপদকপ্রাপ্ত) এবং আবরার শহীদ (ব্রোঞ্জপদকপ্রাপ্ত)। তাঁরা দুজনই নটর ডেম কলেজের শিক্ষার্থী।
আয়োজনে শিক্ষার্থীদের লিনিয়ার রিগ্রেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও কম্পিউটার ভিশন বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে, যা তাদের প্রযুক্তি অনুরাগকে আরও উজ্জীবিত করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) অধ্যাপক আসিফ ইকবাল এবং সিআইইউর শিক্ষার্থী তানভীর আলম খন্দকার, সামাহ বিনতে ফিরোজ, মুশফিকুর রহমান আকিব, আবদুল্লাহ আল নাঈম, রাফিদ মোহাম্মদ ইবতেশাম ও ইমন হোর।
কর্মশালা আয়োজনে তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টির পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই অলিম্পিয়াড বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে। বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে পাওয়ার্ড বাই রিভ চ্যাট, প্লাটিনাম স্পনসর ও হোস্ট হিসেবে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এ আয়োজনে অন্য স্পনসর হিসেবে রয়েছে ব্রেইনস্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, রকমারি ডটকম, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ইন ট ল জ ন
এছাড়াও পড়ুন:
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
হাইকমিশন প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ৪ ঘণ্টা আগেআইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫