এসএসসি-২০২৫ : বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
Published: 23rd, March 2025 GMT
এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্র বিষয়ে ভালো নম্বর পাওয়ার কিছু কৌশল আছে। কীভাবে পাবে, তা জেনে নাও। সৃজনশীল প্রশ্নপদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষাপদ্ধতি, এর উত্তর লেখার কৌশলও বিশেষ ধরনের। তাই উত্তর হবে সুনির্দিষ্ট, পরিমিত ও প্রাসঙ্গিক।
*৭টি প্রশ্নের উত্তর লিখতে হবে—বাংলা ১ম পত্র সিলেবাস থেকে নির্ধারিত সৃজনশীল প্রশ্ন থাকবে ১৫টি গদ্য থেকে ৪টি, নির্ধারিত ১৫টি কবিতা থেকে ৩টি এবং উপন্যাস ও নাটক থেকে ২টি করে মোট ১১টি। উত্তর লিখতে হবে গদ্য থেকে কমপক্ষে ২টি, কবিতা থেকে কমপক্ষে ২টি এবং উপন্যাস ও নাটক থেকে কমপক্ষে ১টি করে মোট ৭টি প্রশ্নের।
*প্রতিটি উত্তর লেখার সময়—পরীক্ষায় তুমি ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে মোট ৭টি প্রশ্নের উত্তর লিখতে সময় পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য পাবে সাড়ে ২১ মিনিট। কাজেই সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া ভালোভাবে সম্পূর্ণ উত্তর লেখা শেষ করা সম্ভব নয়।
#একটি সৃজনশীল প্রশ্ন ও তার নমুনা উত্তর কীভাবে লিখবে, তা দেওয়া হলো। মনে করো, ‘মমতাদি’ গল্প থেকে একটি উদ্দীপক—
দৃশ্য-১:পরীক্ষার ফি ও তিন মাসের বেতন বাকি পড়ায় ক্লাসের সবার সামনে আসামির মতো দাঁড়াতে হলো শেফালিকে। সহপাঠীদের বক্রচাহনি তার বুকে তিরের মতো বিঁধতে লাগল। তার মনে হলো—‘ধরণি দ্বিধা হও।’ আর তখনই শেফালি সিদ্ধান্ত নিল—কারও বাসায় কাজ করে হলেও বেতন পরিশোধ করে লেখাপড়া চালিয়ে যাবে।
আরও পড়ুনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, চতুর্থ অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫২১ মার্চ ২০২৫দৃশ্য-২:শেফালি তার প্রত্যাশামতো কাজ পায় সায়েম সাহেবের বাসায়। কাজের ফাঁকে ফাঁকে সে সায়েম সাহেবের ছোট মেয়ে সীমার কাছে লেখাপড়া করে, নানা বিষয়ে গল্পগুজব করে। এমনিভাবে তাদের মধ্যে গভীর সখ্য গড়ে ওঠে। সীমার দাদি এতে খুব খুশি হন। কিন্তু খুশি হন না মিসেস সায়েম। তিনি এ নিয়ে মাঝেমধ্যেই শেফালিকে বকাঝকা করতেন এবং সীমাকে ওর সঙ্গে মিশতে নিষেধ করতেন। সর্বশেষ যেদিন মিসেস সায়েম এ নিয়ে শেফালির গায়ে হাত তুললেন, সেদিনই সবার অজান্তে নিরুদ্দেশ হলো শেফালি।
ক.
খ. ‘গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বলা’—কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. দৃশ্য-১-এ শেফালির মধ্যে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
ঘ. শেফালির করুণ পরিণতি রোধে ‘মমতাদি’ গল্পের শিক্ষা সায়েম পরিবারের সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে তুমি মনে করো কি? যুক্তি দাও।
জ্ঞানমূলক অংশ—
ক. জ্ঞানমূলক প্রশ্ন ছিল—‘মমতাদি’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তরে তোমরা হয়তো লিখবে—‘মমতাদি’ গল্পটি ‘সরীসৃপ’ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এ উত্তরটি আমরা ‘সরীসৃপ’ এই একটিমাত্র শব্দেও দিতে পারি। একটি পূর্ণ বাক্য লেখার দরকার নেই। এই প্রশ্নের উত্তরেই ৭ থেকে ৮টি শব্দ লেখার সময় বাঁচাতে পারি। এভাবে ৭টি সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরেই অনেকগুলো শব্দ লেখার সময় বাঁচানো সম্ভব।
—পূর্ণ বাক্য না লিখলেও তুমি এখানে পূর্ণ ১ নম্বরই পাবে। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে—জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে, সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে।
এসএসসি পরীক্ষাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিটিসিএলে ১৩১ পদে নিয়োগ, নবম-দশম গ্রেডে চাকরি করতে চাইলে করুন আবেদন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নবম ও দশম গ্রেডে ১৩১ পদে বিজ্ঞপ্তিতে (পুনরায় বিজ্ঞপ্তি) আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এই দুটি পদে আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনই গ্রহণ করা হবে।
১. পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ৩৪
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ২.০ এবং এসএসসি/এইচএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৫–এর স্কেলে ৩.০ থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা (গ্রেড–৯)
আরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি৩ ঘণ্টা আগে২. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ৯৭
আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা (গ্রেড-১০)
এআই/প্রথম আলো