ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করায় এক পয়েন্ট পায় হাভিয়ের কাবরেরার দল।

শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জামাল-হামজারা।

বাফুফে সূত্রের খবর, হামজা আজ রাতটা ঢাকাতেই থাকবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালেই তাঁর ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে। বাকি খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ আপাতত নিজের ক্লাবে যাবেন। কেউ সরাসরি ঈদের ছুটিতে। অন্যরাও ক্লাব থেকে পরে ঈদের ছুটিতে যাবেন। ঈদের পরে আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল, এর আগেই সবার ঢাকায় ফেরার কথা।

হামজা চৌধুরী আগামীকাল ইংল্যান্ডে ফিরে যাবেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ