হামজার সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত লিটন
Published: 27th, March 2025 GMT
বাংলাদেশ ফুটবলে নতুন উন্মাদনার নাম হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে তার। শিলংয়ে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে তিনি দিয়েছেন সেরা পারফরম্যান্সের ছাপ।
আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই প্রবাসী ফুটবলার। যোগ দেবেন ইএফএল চ্যাম্পিয়নশিপে তার দল শেফিল্ড ইউনাইটেডে। তবে দেশ ছাড়ার আগেই তাকে ঘিরে উন্মাদনা থামেনি। এবার সেই উচ্ছ্বাসে শামিল হলেন বাংলাদেশের ক্রিকেট তারকা লিটন দাস।
দুই ভিন্ন অঙ্গনের তারকার দেখা হওয়ায় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ভুল করেননি লিটন। হামজার সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ এক অভিজ্ঞতা। তিনি ভীষণ বিনয়ী ও অসাধারণ একজন মানুষ। বাংলাদেশ ফুটবলের সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’
আন্তর্জাতিক বিরতি শেষে ২৯ মার্চ মাঠে ফিরবে ইংলিশ ফুটবল। ইংল্যান্ডে ফিরে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবেন হামজা। অন্যদিকে, লিটন যাচ্ছেন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএলের বাকি রাউন্ডের খেলা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব