তারেক রহমান কে রবি’র খোলা চিঠি
Published: 27th, March 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি তারেক রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন-
সন্মানিত,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, আসসালামু আলাইকুম , আহালান সাহালান মাহে রমজান, আমি দূঃখ ও বেদনাহত মন নিয়ে আজ আপনার দেওয়া বক্তব্যের কিছু অংশ ব্যখা সহ জানার আগ্রহ প্রকাশ করছি,
০১, দলের কমিটি করতে মিছিলের শেষ কর্মীকে মূল্যায়ন করা হবে।
০২, তদন্তে প্রমানিত অনৈতিক কর্মকাণ্ডের সহিত ঝড়িত থাকায় কমিটি বিলুপ্ত করা হল। আমার জিজ্ঞাসা যিনি দীর্ঘদিন দলের সকল কর্মসূচি তে প্রথম সারিতে উপস্থিত থেকে দূর্দিনে দলকে নেতৃত্ব দিল আপনার পরামর্শে, আজ আপনার দ্বারা গঠিত নারায়নগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সেই কর্মীটার নামই নাই,
আমরা আজ জনগনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি দলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কর্মে যে কমটি বিলুপ্ত হল সেই কমিটির সদস্য গন পরবর্তী কমিটিতে বীরদর্পে ফিরে আসলো, জনমনে প্রশ্ন আপনার দেওয়া সিদ্ধান্ত থেকে আপনি সরে আসলেন কি?
জনতা বলছে তারেক রহমান দলের ভিতর শুদ্ধি অভিযানের নামে আই ওয়্যাশ করছেন কি?
দলের দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে আপনি সরে যাচ্ছেন কি?
আপনি আমাদের নেতা দলের কর্মী দের কাছে দেওয়া কমিটমেন্ট আপনি পালন করছেন না, ৩১ দফা সংস্কার প্রস্তাব যা আপনি জাতির সামনে পেশ করেছেন, আপনি তা বাস্তবায়ন করবেন কিনা জনগন সন্দেহ প্রকাশ করছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন আপন র
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত