ফতুল্লায় মাদ্রাসা শিক্ষার্থীদের নতুন পোশাক উপহার ও খাবার বিতরণ
Published: 29th, March 2025 GMT
একটি কল্যাণমূলক রাষ্ট্র পেতে চাইলে আল্লাহর আইন কুরআন বাস্তবায়নের এর বিকল্প কিছু নেই। তাই দক্ষ নাগরিক তৈরি করতে হলে কুরআনের চর্চা অতি গুরুত্বপূর্ণ।
শনিবার (২৯ মার্চ) বিকালে ফতুল্লা হাজীগঞ্জ আর্দশ নূরানি মাদরাসা শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক উপহার ও খাবার বিতরণকালে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবদুল কাইয়ুম।
তিনি আরো বলেন, মানব জীবনের সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজ হলো কুরআন পড়া এবং কুরআনের আলোকে জীবন গড়া।
এসময় আর্দশ নূরানি মাদরাসার পরিচালক মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা এইচ এম নাসির উদ্দিন, সমাজ সেবক আলহাজ্ব বিল্লাল হোসাইন।
মাদরাসার ৩০জন শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক ও খাবার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক মুন্সি মুহাম্মদ আবদুল্লাহ ফয়সাল।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ ম দর স ক রআন
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব