এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা
Published: 30th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের চারটি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, এবার এ পর্যন্ত ঈদযাত্রার স্বস্তির পেছনে বড় কারণ টানা ৯ দিনের ছুটি। এ ছাড়া মহাসড়ক, টার্মিনাল ও রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। ঈদের আগে বড় চাপ অপেক্ষা করছে আজ রোববার। তবে ইতিমধ্যে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় নতুন দুর্ভোগ হওয়ার আশঙ্কা কম বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিবহন–বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো.
অধ্যাপক হাদীউজ্জামান আরও বলেন, পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়টি এবার কিছুটা নিশ্চিত করা গেছে। ভবিষ্যতেও এটা করতে হবে। কারণ, সব সময় তো এত লম্বা ছুটি পাওয়া যাবে না। সর্বোপরি ব্যবস্থাপনায় জোর অব্যাহত রাখতে হবে।
স্বস্তির ঈদযাত্রায় গতকাল কিছু কিছু পথের বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহসানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাস টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের কথা শুনেছেন।
চট্টগ্রাম ও সিলেট পথে ভোগান্তি নেইঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা বড় ধরনের ভোগান্তি ছাড়াই গতকাল নারায়ণগঞ্জ পাড়ি দিয়েছেন। ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় যাত্রীরা খুশি।
চার বছর বয়সী ছেলে মো. আযান ও আট বছরের মেয়ে রোখসানাকে নিয়ে ফেনীর দীঘিনালায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ রাজিয়া সুলতানা। অন্যান্য বছরের অভিজ্ঞতা থেকে ভোগান্তির শঙ্কা নিয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সাইনবোর্ডে এসেছিলেন; কিন্তু রাস্তায় বেরিয়ে কোনোরকম ভোগান্তিতে না পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন রাজিয়া। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে এত সহজে বাসে উঠতে পারব ভাবি নাই। খুব ভালো লাগছে।’
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় সরেজমিনে যাত্রীদের ভোগান্তি চোখে পড়েনি৷
ঈদ উপলক্ষে সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী ও পরিবহনের চাপ বেশি থাকলেও গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটির নারায়ণগঞ্জ অংশে গতকাল যানজট দেখা যায়নি। তবে এক লেন থেকে ছয় লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে থেমে থেমে চলছিল যানবাহন৷ এ সময় মহাসড়ক দুটিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের তৎপরতা দেখা গেছে৷
বিকেলে শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী বলেন, ‘যাত্রীদের ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করার বিষয়টি দেশের মানুষের প্রতি আমাদের ঈদের উপহার। যাত্রীদের হাসিমুখ দেখলে পুলিশ ও আনসারদের পরিশ্রম আর গায়ে লাগে না।’
ময়মনসিংহ ও টাঙ্গাইলের পথে ধীরগতিদিনভর স্বস্তির যাত্রার পর সন্ধ্যায় ঘরমুখী মানুষ আর যানবাহনের ভিড় বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার তিন দিকে যানবাহনের ধীরগতি রয়েছে। সেখানে থেমে থেমে যানবাহন চলছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, রইছ উদ্দিন বলেন, ইফতারের সময় পুলিশ সদস্যরা ইফতার করতে যাওয়ায় যানবাহনের কিছুটা বিশৃঙ্খলা হয়। তখন যানবাহনের কিছুটা ধীরগতি সৃষ্টি হয়। তবে ইফতারের পর আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় কিছুটা জটলা ও যানবাহনের ধীরগতি থাকলেও যানজটের কোনো খবর পাওয়া যায়নি।
শিল্প ও হাইওয়ে পুলিশ জানায়, শিল্প–অধ্যুষিত গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ কর্মী। শুক্রবার পর্যন্ত ১ হাজার ৪৭৯টি কারখানা ছুটি হয়েছে। এসব কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকেরা বাড়ি ফিরতে শুরু করেছেন।
ওই পথে চলাচলকারী যাত্রী আসমা বেগম বলেন, ‘১০ বছর ধরে গাজীপুরে কাজ করি। প্রতি ঈদেই যানজটের একটা ভয় থাকে। তবে এ বছরের মতো ফাঁকা মহাসড়ক কোনো ঈদে দেখিনি।’
লঞ্চে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ছাদেও ছিল না তেমন ফাঁকা জায়গা। গতকাল সন্ধ্যায় রাজধানীর পোস্তগোলা এলাকায়উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদয ত র পর বহন ধ রগত য নজট গতক ল
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন
অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ আরও চারদিন। সময় বাড়ানোর এ কথা জানিয়ে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে বাংলাদেশে অষ্ট্রেলিয়ার হাইকমিনের ফেসবুক পেজে। আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। এখন শিক্ষার্থীরা ৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। ২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫ টি দেশের ১ হাজার ৫৫১ জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাবেন। ২০২৩-২০২৪ প্রোগ্রামে অষ্ট্রেলিয়া ২৭০ বিলিয়ন ডলার খরচ করেছে এ বৃত্তির জন্য।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৪ মে, রোববার পর্যন্ত।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা—
সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা
কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
আরও পড়ুনচীনের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ, প্রথম বছরে ১০ হাজার চায়নিজ ইউয়ান ২০ এপ্রিল ২০২৫আবেদনের যোগ্যতা—
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না
অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।
আবেদনপদ্ধতি—
আবেদনের বিস্তারিত জানা যাবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইটে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য