Risingbd:
2025-11-04@05:48:19 GMT

ঈদে ‘ঈদকার্ড’ এখন হারিয়ে গেছে

Published: 30th, March 2025 GMT

ঈদে ‘ঈদকার্ড’ এখন হারিয়ে গেছে

‘‘আট-দশ বছর আগেও ঈদ এলে দোকানে সাজানো থাকতো বাহারি রঙের ঈদকার্ড। সেগুলো পাঁচ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় বিক্রি হতো। নানা বয়সী মানুষের ব্যাপক চাহিদা ছিল ঈদকার্ডে। এখন মানুষ আর ঈদকার্ড কেনে না। মোবাইলে শুভেচ্ছা ও ভাবের আদান-প্রদান করে।’’

রবিবার (৩০ মার্চ) দুপুরে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের সামাদ কসমেটিকসের স্বত্বাধিকারী আব্দুস সামাদ। তিনি বলেন, ‘‘প্রায় ৪০ বছর ধরে কসমেটিকসের ব্যবসা করছি। আমার দোকানে অন্তত দুই হাজার ধরনের পণ্যের পসরা রয়েছে। তবে সেখানে ঈদকার্ড নেই।’’ 

তিনি বলেন, ‘‘বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে; সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।’ ‘বাকা চাঁদের হাসিতে, দাওয়াত দিলাম আসিতে; আসতে যদি না পার, ঈদ মোবারক গ্রহণ কর।’ ঈদ ঘিরে প্রায় এক যুগ আগেও এসব বাণী লেখা ঈদকার্ডের জন্য অধীর আগ্রহে সময় গুনত প্রিয়জন, বন্ধু-বান্ধবরা। কে কাকে আগে ঈদের কার্ড দেবে, এ নিয়েও চলতো প্রতিযোগিতা। প্রিয়জনের ঈদকার্ড ছাড়া যেন ঈদের আনন্দ জমতো না। তবে কালের বিবর্তনে আর মোবাইলের ফোনের কাছে হেরে গেছে বন্ধু ও প্রিয়জনদের প্রতি আবেগ-অনুভূতি প্রকাশের এই মাধ্যম। এখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে চলছে কৃত্রিম অনুভূতির আদান-প্রদান।’’ 

আমলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড.

নাজিম সুলতান বলেন, ‘‘ছোটবেলায় ঈদ আসার আগে কার্ড কেনা নিয়ে ব্যস্ত থাকতাম। খুব কাছের বন্ধু-বান্ধবীদের কার্ড দিতাম। অনেক সময় শত্রুদেরও দিতাম। কার্ড না দিলে বন্ধুরা অভিমান করে থাকতো। কার্ড ছাড়া যেন ঈদই হতো না।’’ 

আমলা বাজারের ফুলবারী স্টোর, আদর্শ লাইব্রেরি, সামাদ কসমেটিকস, আমিরুল স্টোর, টুটুল স্টোর, রনি কম্পিউটারসহ অন্তত ২৫টি কসমেটিকস দোকান ঘুরে দেখা গেছে, দোকানে সাজানো হাজারো পণ্যের পসরা রয়েছে। তবে সেখানে ঈদকার্ড নেই।

রনি কম্পিউটারের স্বত্বাধিকারী হারুনার রশিদ রনি জানান, অনেক বছর হলো ক্রেতারা ঈদকার্ড চান না। বিক্রিও হয় না। সেজন্য এগুলো আর দোকানে তোলা হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘‘১০-১৫ বছর আগেও ঈদ কার্ডের প্রচলন ছিল। ছোটবেলায় অনেক কার্ড পেয়েছি।’’ 

কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অর্নাসের ছাত্রী রত্মা খাতুন জানান, তিনি ঈদকার্ড কী জানেন না। কখনো দেখেননি। কোনোদিন চিঠিও লেখা হয়নি।

কবি ও নাট্যকার লিটন আব্বাস জানান, নব্বইয়ের দশকে ঈদকার্ডের ব্যাপক জনপ্রিয়তা ছিল। কার্ড কেনার জন্য সারা বছর এক-দুই টাকা করে গোছানো হতো। ঈদকার্ড সংগ্রহ করে তাতে নিজস্ব অথবা কোনো বিখ্যাত কবির কয়েকটি লাইন লিখে প্রিয়জনকে দাওয়াত দেওয়া হতো। তবে মোবাইলের কারণে ঈদকার্ড আর চলে না। বাঙালির সংস্কৃতি হিসেবে পুনরায় ঈদকার্ড চালু হওয়া দরকার।

অনলাইনে দেখে অনুপ্রেরিত হয়ে এবার বেশকিছু ঈদকার্ড কিনে গ্রামের বাড়িতে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূর ই সিয়াম উচ্চারণ। তিনি জানান, ২০১৩ সালের দিকে চাচাত বোন প্রথম ঈদকার্ড দিয়েছিল। আর দেওয়া-নেওয়া হয়নি। তবে প্রিয়জনদের দেওয়ার জন্য এবার বেশকিছু কিনেছেন। প্রাচীন এই সংস্কৃতি আবারও ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে।

ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘‘কাগজে-কলমে লিখে মনের যে ভাব প্রকাশিত হয়, তা যান্ত্রিকরণের মাধ্যমে হয় না। একটা সময় হালখাতা কার্ডের প্রচলন ছিল। তেমনিভাবে ঈদে ঈদকার্ড ছিল। এখন কালের বিবর্তনে সবই হারিয়ে গেছে। তবে নতুন প্রজন্মের মাঝে প্রাচীন এ সব সংস্কৃতি আবারও জাগ্রত করা উচিত।’’ 

ঢাকা/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদক র ড

এছাড়াও পড়ুন:

গাজীপুরের ছয়টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থী হলেন যারা

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে। 

আরো পড়ুন:

বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা-২০ আসনে, অপেক্ষায় ৪ নেতা

চাঁপাইনবাবগঞ্জে অভিজ্ঞদের ওপর আস্থা রাখল বিএনপি

গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া, শরিক দলের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে।”

এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে আনুষ্ঠানিক তফসিল।

এদিকে প্রার্থী ঘোষণার খবর পেয়ে গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তবে গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন তানিয়া দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ